৩১ তম “জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস, ২০২৩” অনুষ্ঠিত হবে বীরভূমের মারগ্রাম উচ্চ বিদ্যালয়ে

শম্ভুনাথ সেনঃ

প্রতিদিনের জীবনে বিজ্ঞান ও প্রযুক্তির ব্যবহার নিয়ে পড়ুয়াদের স্বতন্ত্র ও মৌলিক ভাবনাকে উস্কে দিতে বীরভূম জেলায় প্রতি বছর অনুষ্ঠিত হয় “জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেস”। আজ ২৫ আগস্ট, দুপুরে সদর সিউড়িতে জেলাশাসকের সভাকক্ষে বীরভূম জেলার জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের জেলাস্তরীয় অধিবেশনের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক এর আহবানে, DSTB COMMITTEE-এর অন্যতম সদস্য জেলা বিদ্যালয় পরিদর্শক (সেকেন্ডারি) চন্দ্রশেখর জাউলিয়া, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার অভিজিৎ সাহা, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক অরিত্র চক্রবর্তী সহ অন্যান্য আধিকারিকদের সংগে অন্তত ১৬ শিক্ষক এই বৈঠকে উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এবার “৩১ তম জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের” অধিবেশন বসবে আগামী ২৯-৩০ সেপ্টেম্বর, ২০২৩। বীরভূমের রামপুরহাট মহকুমার মারগ্রাম উচ্চ বিদ্যালয়ে দুদিন ধরে চলবে নানা প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। জেলার ৪০২ টি বিদ্যালয় থেকে অন্তত ১,০০০ ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশ নেবে বলে জানিয়েছেন জাতীয় শিশু বিজ্ঞান কংগ্রেসের ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর তারক ব্যানার্জি। উল্লেখ্য, বিজ্ঞান মনস্ক এইসব প্রতিযোগী পড়ুয়ারা বিজ্ঞান মডেল, রিসার্চ পেপার ও নানা প্রজেক্ট নিয়ে অংশ নেবে অনুষ্ঠানে। জল বাঁচানোর প্রযুক্তি, প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার ভাবনা, সোলার সিস্টেমে ওয়াটার ফিল্টারে দূষিত জলকে ব্যবহারযোগ্য করার কৃত-কৌশল, কম জলে বিকল্প চাষ এমন সব নানা নয়া ভাবনা তারা তুলে ধরবে প্রদর্শনীতে। দুদিনের এই অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের গবেষণামূলক লেখনী সম্ভারে “অন্বেষণ” নামে একটি ম্যাগাজিন প্রকাশিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *