শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে ও পরিচালনায় ৩ সেপ্টেম্বর থেকে শুরু হল “শ্রী শ্রী ঠাকুর সত্যানন্দ শীল্ড ফুটবল টুর্নামেন্ট-২০২৩”। ৬০তম এই টুর্নামেন্টের উদ্বোধন করেন বরানগর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের সংঘপতি স্বামী গৌরানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহা, স্থানীয় পুরপ্রধান পীযুষ পান্ডে, বিশিষ্ট আইনজীবী মলয় মুখোপাধ্যায়, স্বরূপ আচার্য সহ আশ্রমের মহারাজরা। প্রথমেই ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে সারদা বিদ্যাপীঠের ছাত্ররা ব্যান্ড সহযোগে সারদা ফুটবল ময়দান পরিক্রমা করে। আশ্রমের পতাকা উত্তোলন করেন উদ্বোধক গৌড়ানন্দজী। উল্লেখ্য, ৮ টি দল নিয়েই এবারের এই টুর্নামেন্ট শুরু হয়েছে। চূড়ান্ত পর্বের খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৪ সেপ্টেম্বর। এদিন উদ্বোধনী খেলায় ঝাড়খন্ডের “বোকারো স্টীল অথরিটি ইন্ডিয়া লিমিটেড ফুটবল একাডেমির” সঙ্গে মুখোমুখি লড়াই হয় পশ্চিম বর্ধমানের “মহাল একাদশ”। টানটান উত্তেজনায় ১-১ গোলে খেলা শেষ হয়। পরে জয়-পরাজয়ের জন্য ট্রাইবেকারে বোকারো ৫-৪ গোলে মহাল একাদশকে হারিয়ে জয়লাভ করে। এদিন মাঠের চারপাশ জুড়ে ছিল বহু ফুটবলপ্রেমী দর্শকদের ভিড়। দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ জানান আশ্রমের প্রাণপুরুষ স্বামী ভূপানন্দ মহারাজ তাঁর গুরুদেব ঠাকুর সত্যানন্দদেবের নামে এই শীল্ড টুর্নামেন্ট শুরু করেছিলেন। ৬০ বছর ধরেই এই ফুটবল প্রতিযোগিতা চলছে। জেলার বুকে এ এক অনন্য নজির। আগামী ১৪ সেপ্টেম্বর চূড়ান্ত প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।