রোগী বিক্ষোভের জেরে আচমকা হাসপাতাল পরিদর্শনে জেলা সভাধিপতি

সেখ রিয়াজুদ্দিনঃ

বীরভূম জেলা পরিষদের সদ্য নব নির্বাচিত সভাধিপতি হন কাজল সেখ। চেয়ারে বসার পরদিন থেকেই একপ্রকার প্রতিদিন জেলার বিভিন্ন স্থানে ছুটে বেড়াচ্ছেন। হয়তো কখনো সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে নয়তো সরকারি পরিষেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোতে। সেরূপ এবার দাবাং স্টাইলে রামপুরহাট গভর্ণমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন বৃহস্পতিবার বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। প্রসঙ্গত সম্প্রতি কয়েক মাস যাবৎ চিকিৎসায় গাফিলতির অভিযোগকে সামনে রেখে বারবার খবরের শিরোনামে আসে রামপুরহাট গভর্ণমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল এবং খবরের শিরোনাম আসার পর এবার হঠাৎই আজ রামপুরহাট কপ্ট মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শন করলেন কাজল শেখ। বিশেষ উল্লেখ্য মঙ্গলবার বিকেলে প্রতিবেশী জেলা মুর্শিদাবাদের নবগ্রাম থানার রসুলপুর গ্রামের গৃহবধূ শম্পা প্রামানিক প্রসব যন্ত্রণা নিয়ে রামপুরহাট গভর্ণমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রাত্রেই সন্তানের জন্ম দেয় ওই প্রসূতি। রাতের মধ্যেই প্রসূতি হটাৎ অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসক তথা নার্সদের কাছে পরিবারের লোকজন ছুটে যান প্রসূতির সমস্যার কথা জানাতে, সেক্ষেত্রে কোনো কর্ণপাত তো করেননি অপরন্তু অকথ্য ভাষা শুনতে হয়েছে। এদিকে চিকিৎসায় গাফিলতির জেরে শেষ পর্যন্ত প্রসূতি মৃত্যুর কোলে ঢলে পড়ে বলে মৃতার পরিবারের অভিযোগ। সেই সমস্ত ঘটনার পরিপ্রেক্ষিতে জেলা সভাধিপতির আচমকা হাসপাতাল পরিদর্শন বলে মনে করা হচ্ছে। এদিন তিনি হাসপাতালের প্রসূতি ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন। সেই সাথে রোগী ও রোগীর পরিবার পরিজনদের সাথে কথা বলেন এবং চিকিৎসার মানোন্নয়ন বিষয়েও কথা বলেন।হাসপাতাল পরিদর্শনে এসে জেলা সভাধিপতি কাজল শেখ দাবি করেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেখানে স্বাস্থ্য পরিষেবা এত উন্নত করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে কোনো ভাবেই চিকিৎসায় অনুন্নয়ন বা চিকিৎসায় গাফিলতি বরদাস্ত করা যাবে না। ঘটনার সাথে যারা জড়িত বা অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে যান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *