সেখ রিয়াজুদ্দিনঃ
পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের সভাপতি তথা সাংসদ অধীর রঞ্জন চৌধুরীর নির্দেশে ৯ অক্টোবর সোমবার রামপুরহাট ভাঁড়শালা মোড়ে বীরভূম জেলা কংগ্রেসের নেতৃত্বে কামদুনি কাণ্ডের ঘোষিত রায়ের প্রতিবাদ জানাতেই বিক্ষোভ মিছিল পথ অবরোধ ও পথসভা অনুষ্ঠিত হয়। এদিন প্রথমেই রামপুরহাট ভাঁড়শালা মোড় থেকে একটি ধিক্কার মিছিল স্থানীয় শহর পরিক্রমা করে। এরপর ভাঁড়শালা মোড়ে আধঘন্টার প্রতিকী হিসেবে জাতীয় সড়ক অবরোধ করা হয়। উল্লেখ্য উচ্চ আদালতে কামদুনি কান্ডের রায়ে রাজ্য সরকারের তদন্তে গাফিলতির কারণেই নিন্ম আদালতে ফাঁসির সাজা প্রাপ্ত দোষীরা বিচারে মুক্তি পেয়েছে বলে বিক্ষোভকারীদের অভিযোগ। তাদের আরো বক্তব্য যে, রাজ্য তৃণমূল সরকারের তদন্তে গাফিলতির জন্যই সাজা প্রাপ্ত দোষীরা মুক্তি পেয়েছে। আমরা চাই পুনরায় সঠিক তদন্ত করে কামদুনির ধর্ষনকারীদের ফাঁসিকাঠে ঝোলানো হোক। যতদিন না তাদের ফাঁসি হয় জাতীয় কংগ্রেসের এই আন্দোলন চলবে। এদিনের ধিক্কার মিছিল ও বিক্ষোভ সভার নেতৃত্ব ছিলেন বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিলটন রসিদ ও কার্যকরী সভাপতি সৈয়দ কাসাফদ্দোজা। এছাড়াও ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি আসিফ ইকবাল, বীরভূম জেলা মহিলা কংগ্রেস সভাপতি রত্না সেন প্রমুখ নেতৃবৃন্দ।