সুরের মূর্ছনায়, নৃত্যে, কবিতায় সলিল স্মরণ সিউড়িতে

দীপককুমার দাসঃ

৮ অক্টোবর সন্ধ্যায় সিউড়ির রবীন্দ্র সদনে ভারতীয় গণনাট্য সংঘের গণকন্ঠ শাখার উদ্যোগে অনুষ্ঠিত হলো আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা ও গণসঙ্গীতের প্রণেতা সলিল চৌধুরীর স্মরণ অনুষ্ঠান “আলোর পথযাত্রী”। বাংলা গানের নবরূপকার ছিলেন সলিল চৌধুরী।বাংলা গানে তিনি এনেছিলেন নবজাগরণ, তিনি লোকায়ত, শাস্ত্রীয়, আধুনিক গানের সঙ্গে প্রাচ্য ও পাশ্চাত্যের সঙ্গীতের মেল বন্ধন ঘটিয়েছিলেন, ছিলেন গণসঙ্গীতের স্রষ্টা। একক শক্তিতে খুলে দিয়েছিলেন সুরের আর্ন্তজাতিক জানালা। জন্মের শতবার্ষিকীতে প্রখ্যাত সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার, কবি, গল্পকারকে তাঁর গানের মধ্যে দিয়েই শ্রদ্ধা জানালো হলো গণকন্ঠ শাখা, সিউড়ির পক্ষ থেকে। সলিল চৌধুরীর গাওয়া জনপ্রিয় গানে গলা মেলালেন সিউড়ি শহরের সঙ্গীত শিল্পীরা। কয়েকটি গানের সঙ্গে অনবদ্য নৃত্য পরিবেশন করে অলোক নৃত্য কলার নৃত্য শিল্পীরা। সুরের মূর্ছনায়, নৃত্যের ছন্দে, কবিতায় আলোর পথযাত্রী সলিল চৌধুরী স্মরণ অনুষ্ঠান হয়ে উঠে জমজমাট। সঙ্গীত পরিচালনা করেন অনুপম চক্রবর্তী ও নৃত্য পরিচালনায় ছিলেন অলোক ঘোষ দস্তিদার। এদিন এই অনুষ্ঠান দেখতে রবীন্দ্র সদন ভরে উঠেছিল সঙ্গীত অনুরাগীদের উপস্থিতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *