শম্ভুনাথ সেনঃ
খাতায়-কলমে মিড ডে মিল চলে। কিন্তু এক বছর ধরেই শিশু শিক্ষা কেন্দ্রের ছাত্র-ছাত্রীদের মিড ডে মিল দেওয়া হয় না। কখনো কখনো বিস্কুট বা চকলেট দিয়ে পড়ুয়াদের ছুটি দিয়ে দেওয়া হয়। এমনই গুরুতর অভিযোগ এনেছেন শিশুশিক্ষা কেন্দ্রের এক অভিভাবক খাবির সেখ। ঘটনাটি বীরভূমের মুরারই দু’নম্বর ব্লকের পাইকর চক্রের ফাজিলপুর শিশুশিক্ষা কেন্দ্রে। এখানে একশোরও বেশি পড়ুয়া রয়েছে। কিন্তু স্কুলে আসে ৪০ থেকে ৫০ জন। এক বছর ধরেই মিড ডে মিল হয়নি। কামারখুর, পঞ্চহরের বাসিন্দা খাবির শেখ গতকাল এমনই লিখিত অভিযোগ জানিয়েছেন স্থানীয় বিডিওকে। তিনি জানান তার দুই পুত্র এই শিশুশিক্ষা কেন্দ্রে পড়াশোনা করে। অভিভাবক হিসেবে তিনি স্কুলে গেলেও দুপুরে রান্না দেখতে পাননি। এই অভিযোগ বীরভূমের জেলাশাসক সহ জেলা পঞ্চায়েত দপ্তরেও তিনি জানিয়েছেন।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম।