সেখ রিয়াজুদ্দিনঃ
বাঙালীর শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব। আর সেই উৎসবকে ঘিরে প্যান্ডেল, দুর্গা প্রতিমা, লাইট তথা আলোর কারুকার্য, নানা ধরনের থিম ইত্যাদির সম্ভারে সব সজ্জিত হয়ে ওঠে। ঠাকুর দর্শন সহ অন্যান্য কারুকার্য দেখতে মন্ডপে মন্ডপে নামে মানুষের ঢল। সেই সূত্রে মানুষের কাছে আইনী সচেতনতার বার্তা এবং পরিষেবা প্রদান করার লক্ষ্যে জেলা আইনী পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় সিউড়ি পুলিশ লাইন ও সিউড়ি সংশোধনাগারে দুটি স্টলের উদ্ভোধন করা হয়। অতি ভীড়ে মহিলাদের যাতে কোনো অসুবিধা না হয় এবং যদি কারো প্রতি অশ্লীল আচরণ কেও করে, তবে সঙ্গে সঙ্গে তার ব্যবস্থা নেওয়া যাবে। সাধারণ মহিলারা যাহাতে সুস্থ ও স্বতস্ফূর্তভাবে চলাফেরা করতে পারে সেদিক লক্ষ্য রাখতে এরূপ উদ্যোগ। দূর্গা পুজো উপলক্ষে সাধারণ মানুষজন আইনি সাহায্য যাহাতে সহজেই পায় তার জন্য সুপ্রিম কোর্টের নির্দেশ অনুসারে এই ব্যবস্থা করা হচ্ছে বলে জানান জেলা আইনী কর্তৃপক্ষের সচিব ও বিচারক সুপর্না রায়। উপস্থিত ছিলেন জেলা আইনী কর্তৃপক্ষের সচিব ও জজ সুপর্ণা রায়, পুলিশ আধিকারিকগন, সংশোধনাগারের আরোক্ষাধ্যকক মুস্তাক আহমেদ, পার্শ্ব আইনি সহায়ক মহম্মদ রফিক সহ বহু বিশিস্ট ব্যক্তিগণ।পাশাপাশি এদিনই ময়ুরেশ্বর থানার কুন্ডলা সত্যানন্দ বয়েজ হোমে শারদীয় উৎসব উপলক্ষে বাচ্চাদের বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি এল এস এ সচিব সুপর্না রায়, পিএলভি আজমল হক এবং স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি সহ অন্যান্য ব্যাক্তিবর্গ।