লক্ষ্মীর সঙ্গে পূজিত হন নারায়ণ

দীপককুমার দাসঃ

মহঃবাজারের খড়িয়া গ্রামের সেনগুপ্ত পরিবারের লক্ষ্মী পুজোয় লক্ষ্মীর সঙ্গে পূজিত হন নারায়ণও। ৪৩বছরের প্রাচীন এই পুজো।১৯৮০ সালে শিবশঙ্কর সেনগুপ্ত এই পুজোর সূচনা করেন। পরবর্তীতে তার তিন ছেলে ও তাদের পরিবার পালাক্রমে এই পুজো করে চলেছেন। কোজাগরী পূর্ণিমার দিন রাতে চার প্রহরে চারবার পুজো হয়। ঢাক, কাঁসর, ঘন্টা বাদ্যযন্ত্রের মাধ্যমে ধনসম্পদের দেবীর আরাধনা করা হয়। রাতে লুচি ও ফল প্রসাদ দেওয়া হয়। পুজোর পরের দিন খিচুড়ি ও পঞ্চব্যাঞ্জন সহ ভোগ খাওয়ানো হয় গ্রামবাসীদের। এবারে এই পুজোর পালা পারিজাত সেনগুপ্তের। তিনি জানান, প্রতি বছরের মত এই পুজোর আয়োজন করা হয়েছে।এবারে তাদের প্যাটেলনগরের বাড়িতে হরিতলা প্রতিষ্ঠা হবে। সেদিন গীতাপাঠ, যঞ্জ ও হরিণাম সংকীর্তণের আয়োজন করা হয়েছে।পুজোর পরের দিন গ্রামবাসীদের আতপ চালের খিচুড়ির সঙ্গে বাঁধাকপির তরকারি, পাঁচমিশালি টক, পায়েস, পাঁপড় ও মিষ্টান্নের ব্যবস্থা করা হয়েছে। সোমবার সন্ধ্যায় সিঁদুর খেলার পর প্রতিমা নিরঞ্জন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *