শম্ভুনাথ সেনঃ
লোকসভা নির্বাচন খুব বেশি দেরি নেই। সেই সূত্র ধরেই সব রাজনৈতিক দলের তৎপরতা এখন তুঙ্গে। ২৭ ডিসেম্বর বীরভুমের মুরারই বিধানসভা এলাকায় মুরারই দু’নম্বর ব্লকের জাজিগ্রাম অঞ্চলের কামারখুর গ্রামে বিজেপির “যোগদান সভা” অনুষ্ঠিত হয়। মুরারই এক নম্বর মন্ডলের সংখ্যালঘু মোর্চার উদ্যোগে এই যোগদান সভায় এলাকার অন্তত ২০০ টি পরিবারের প্রায় ৮০০ জন মানুষ বিজেপিতে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানানো হয়। তাদের বেশিরভাগই মুসলিম সম্প্রদায়ের মানুষ। স্থানীয় শিশফুল খান ও সুখচাঁদ খানের নেতৃত্বে তৃণমূলের ৬০০ জন কর্মী সমর্থক এদিন বিজেপিতে যোগ দেন। অন্যদিকে মোজারুল সেখের নেতৃত্বে কংগ্রেস দল থেকে ২০০ কংগ্রেস সমর্থক এদিন বিজেপির দলীয় পতাকা ধরে। এই যোগদান সভায় উৎসাহী মহিলাদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজনদের বিজেপিতে যোগদান করানোর জন্য নেতৃত্ব দেন বীরভূম জেলা সংখ্যালঘু মোর্চার জেলা সভাপতি আব্দুল লতিফ শেখ, সহ-সভাপতি খাবির সেখ প্রমুখ। এদিন সভায় বক্তব্য রাখেন বীরভূম সাংগঠনিক জেলা ইনচার্জ সুজিত দাস, সারা বাংলার সংখ্যালঘু মোর্চা সাধারন সম্পাদক কামাল হোসেন সহ বীরভূম বিজেপির জেলা সাধারণ সম্পাদক শ্যামসুন্দর গড়াই, হেমন্ত ঘোষ প্রমুখ।