মা সারদা দেবীর ১৭১ তম জন্মতিথি উৎসব উদযাপিত হল বীরভূমের সদর সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে

শম্ভুনাথ সেনঃ

যথাযোগ্য মর্যাদায়, বিপুল উৎসাহে, পরম ভক্তি ও নিষ্ঠার সঙ্গে আজ সকাল থেকে জগন্মাতা শ্রী শ্রী মা সারদা দেবীর শুভ ১৭১ তম জন্মতিথি উৎসব পালিত হয় বীরভুমের সদর সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। এদিন ভোর থেকে মাতৃমন্দিরে মঙ্গলারতি, সকালে পূজা, পাঠ, পুষ্পাঞ্জলি নিবেদিত হয়। দুপুরে ভক্তদের মধ্যে বিতরণ হয় মায়ের প্রসাদ। মায়ের জন্মতিথি উৎসবকে কেন্দ্র করে গতকাল দুপুরে ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব, শ্রী শ্রী মা, স্বামীজি ও ঠাকুর সত্যানন্দদেবের প্রতিকৃতি নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা আশ্রম থেকে বেনীমাধব হাইস্কুল, জেলা প্রশাসনের পথ ছুঁয়ে সিউড়ি শহর পরিক্রমা করে।

আজ সারাদিন ব্যাপী অনুষ্ঠিত হয় নানা অনুষ্ঠান। সন্ধ্যায় সুরভারতীর ছাত্র-ছাত্রীদের নিয়ে সংগীত অনুষ্ঠান এবং পরে শ্রী শ্রী মায়ের জীবনবেদ নিয়ে আলোচনা হয়। আলোচনায় অংশ নেন স্বামী হরিহরানন্দ মহারাজ, শিক্ষক গুরুপ্রসাদ দাস, রামকৃষ্ণ আশ্রম অনুরাগী তপন ভান্ডারী, রবীন্দ্রনাথ দাস প্রমুখ। এ তথ্য জানিয়েছেন রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী অমিতানন্দ মহারাজ। উল্লেখ্য, ১৮৫৩ সালের ২২ ডিসেম্বর (বাংলা ১২৬০ সালের ৮ পৌষ) বৃহস্পতিবার পৌষমাসের কৃষ্ণা সপ্তমী তিথিতে বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম জয়রামবাটীর এক দরিদ্র, ধর্মপরায়ণ, ব্রাহ্মণ পরিবারে সারদাদেবীর আবির্ভাব। তাঁর বাবা রামচন্দ্র মুখোপাধ্যায় ও মায়ের নাম শ্যামাসুন্দরী দেবী। তাঁদের পরিবার বংশানুক্রমে ভগবান শ্রীরামচন্দ্রের উপাসক ছিলেন। সারদাদেবী ছিলেন তাঁদের প্রথম সন্তান।

আজ মায়ের জন্মতিথি উৎসবকে ঘিরে বহু ভক্ত-পুণ্যার্থী হাজির হন সিউড়ি শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে। ফুল, মালা আর আলপনায় সেজে ওঠে মন্দির প্রাঙ্গণ। পয়লা জানুয়ারি কল্পতরু উৎসবের মধ্য দিয়ে শুরু হয় চারদিনের এই উৎসব অনুষ্ঠান। আগামীকাল রাত্রিতে কীর্তনগানের মধ্য দিয়ে সমাপ্তি হবে বলে আশ্রমের পক্ষ থেকে জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *