শম্ভুনাথ সেনঃ
চলন্ত ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারই স্টেশন সংলগ্ন এলাকায়। আজ ৪ জানুয়ারী বেলা দেড়টা নাগাদ কুলিক এক্সপ্রেস ট্রেনে এই দুর্ঘটনা ঘটে। এই ট্রেনটি হাওড়া থেকে রাধিকাপুর যাওয়ার সময় মুরারই স্টেশনে কোনো স্টপেজ না থাকা সত্ত্বেও গাড়ি স্লো চলতে থাকায় ওই যুবক নামতে গিয়েই এই বিপত্তি ঘটে। চলন্ত ট্রেনের তলে ঢুকে যাওয়ার ফলে দুটো পা কাটা যায়। স্থানীয় মানুষজন তাড়াতাড়ি মুরারই হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই যুবকের নাম জীবন দাস, বাড়ি রামপুরহাটে।পরে রেল কর্তৃপক্ষ মৃতদেহ ময়না তদন্তের জন্য রামপুরহাট কলেজ হাসপাতালে পাঠায়।
অপরদিকে, ব্যাংক থেকে বার্ধক্য ভাতার টাকা তুলে বাড়ি ফেরার সময় লরির ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধার। এলাকায় চাঞ্চল্য। ঘটনাটি ঘটেছে বীরভূমের মুরারইতে। মৃতের নাম পাতানি মাল। তার বাড়ি মুরারই থানার বালিয়ারা গ্রামে। আজ ৪ জানুয়ারি বেলা বারোটা নাগাদ তিনি ব্যাংক থেকে বার্ধক্য ভাতার টাকা তুলে রাস্তার পাশ দিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন। সেই সময় মুরারই রেল গেটের কাছে একটি লরি তাকে দেওয়ালের সঙ্গে পিষে দেয়। লরি ও দেওয়ালের চাপে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। দুর্ঘটনার পর এলাকার মানুষজন দেওয়াল ভেঙ্গে তাকে উদ্ধার করে। এই ঘটনায় ঘাতক লরি ও তার চালককে আটক করেছে মুরারই থানার পুলিশ।
ছবিঃ দিপু মিঞা, মুরারই, বীরভূম