সেখ রিয়াজুদ্দিনঃ
সাধারণতন্ত্র দিবসের প্রাক্কালে বীরভূম জেলার বুকে প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার হওয়ায় শুরু হয়েছে নানান গুঞ্জন, ছড়িয়েছে চাঞ্চল্য। বিবরণে জানা যায়,রামপুরহাট থানার পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে ঝাড়খণ্ড সীমান্তবর্তী রামপুরহাট ব্লকের কাষ্টগড়া পঞ্চায়েতের হস্তিকান্দা গ্রাম সংলগ্ন জঙ্গল এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে প্রচুর পরিমাণে বিষ্ফোরক উদ্ধার করল। উদ্ধার হওয়া বিষ্ফোরক গুলির মধ্যে ৬ হাজার ৪০০ পিস জিলেটিন স্টিক রয়েছে। তবে ঘটনার সাথে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান এলাকার পাথর খাদানের কাজে ব্যবহার হয়ে থাকে এই সমস্ত বিষ্ফোরক গুলি।উল্লেখ্য ইতিপূর্বে মহম্মদ বাজার, নলহাটি, রামপুরহাট-সহ পাথর শিল্পাঞ্চল এলাকার একাধিক জায়গা থেকে জিলেটিন স্টিক জাতীয় বিস্ফোরক উদ্ধার হয়েছিল। সেই সমস্ত ঘটনার তদন্তের জন্য ইতিমধ্যেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এন আই এ হাতে দায়িত্বভার নিয়েছেন।সেই প্রেক্ষিতে তৃনমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্য মনোজ সিং নামে এক পাথর ব্যবসায়ীকেও গ্রেফতার করেন কেন্দ্রীয় তদন্তকারী দল।স্বাধীনতার প্রাক্কালে বিষ্ফোরক উদ্ধার ঘিরে জেলা জুড়ে আতঙ্কের ছায়া।যদিও শাসক বিরোধী সকলের কাছে বীরভূম কার্যত বারুদের স্তূপ হিসেবে চিহ্নিত। প্রশাসনের উচ্চ পদস্থ কর্তাদের কাছেও এটি অত্যন্ত উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেভাবে বীরভূমের বিভিন্ন এলাকা থেকে বোমা উদ্ধার হয়, তা নিয়ে পুলিশ প্রশাসনের চিন্তার বিষয়। তার মধ্যেই এখানে জিলেটিন স্টিক কারা কী উদ্দেশ্যে জড়ো করেছিল, তা খতিয়ে দেখছেন পুলিশ।স্থানীয় সূত্রে জানা যায়, যে এলাকা থেকে বিষ্ফোরক গুলি উদ্ধার হয়েছে সেখানে একদা পাথর ক্রাসার ছিল। বর্তমানে সেখানে বাড়িগুলো জরাজীর্ণ অবস্থায় পড়ে থাকায় দুষ্কৃতিদের যাতায়াত বেড়েছে বলে অনুমান। সেখানে মদের বোতল সহ বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্যাদি ব্যবহারের চিত্র দেখা যায়।