শম্ভুনাথ সেনঃ
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘পরীক্ষা পে চর্চা’ অনুষ্ঠান আজ ২৯ জানুয়ারী SMART VISSION এ কেন্দ্রীয় বিদ্যালয়গুলিতে ছাত্র-ছাত্রীদের সামনে মোদীর বক্তৃতা শোনানো হয়। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার পর ছাত্র-ছাত্রীরা অনেকেই বেশ উৎসাহী। জীবনের অন্যতম দুই বড় পরীক্ষায় বসতে চলা বীরভূমের লাভপুর ব্লকের “গোপালপুর জওহর নবোদয় বিদ্যালয়” এবং সিউড়ি কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুলের দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আজ প্রধানমন্ত্রীর বার্তা শোনার পর সেকথা জানিয়েছে। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি এই ছাত্র-ছাত্রীদের বোর্ড পরীক্ষা। প্রতি বছরের মতো এবারও প্রধানমন্ত্রী পরীক্ষা ভীতি কাটিয়ে ওঠার মূল মন্ত্র দেন। সেই অনুষ্ঠান সরাসরি ছাত্র-ছাত্রীদের বড় পর্দায় দেখানো হয়। প্রধানমন্ত্রী মোদীর বক্তব্যে পড়ুয়াদের মনে ছাপ ফেলেছে তার প্রমাণ মেলে প্রত্যেকের মুহুমুর্হু হাততালির মাধ্যমে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পরীক্ষা পে চর্চার অনুষ্ঠানটি এবছর সপ্তম বর্ষে পা দিল। আজকের এই অনুষ্ঠান দেখার পর ছাত্র-ছাত্রীরা জানায় পরীক্ষা নিয়ে একটু চাপে তো রয়েছি, তবে প্রধানমন্ত্রী যেভাবে পরীক্ষার এই চ্যালেঞ্জকে মোকাবিলা করার দিশা দেখিয়েছেন তা আজীবন মনে থাকবে। এদিন প্রধানমন্ত্রীর বক্তব্য পড়ুয়ারা ছাড়াও অভিভাবক, শিক্ষক শিক্ষিকারাও মন দিয়ে শোনেন। পড়াশোনায় প্রযুক্তির যথাযথ ব্যবহার কিভাবে করা যেতে পারে তা নিয়েও মোদীর পরামর্শ ছাত্র-ছাত্রীদের মনে দাগ কাটে। আজকের পড়ুয়ারা আগামী দিনে দেশ গড়বে বক্তৃতায় সে কথায় বলেন প্রধানমন্ত্রী।