সেখ রিয়াজুদ্দিনঃ
জয়প্রকাশ ইনস্টিটিউট অফ সোশ্যাল চেঞ্জ এর ব্যবস্থাপনায় এবং সাজিনা পাবলিক উচ্চ বিদ্যালয় এর পরিচালনায় এক চার দলীয় আন্তঃ বিদ্যালয় মহিলা নক আউট ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় মঙ্গলবার সিউড়ি ২ নম্বর ব্লকের সাজিনা স্কুল প্রাঙ্গনে। চূড়ান্ত পর্বের খেলায় সাজিনা পাবলিক উচ্চ বিদ্যালয় নগরী এস বি শিক্ষা নিকেতনকে পরাজিত করে বিজয়ীর শিরোপা লাভ করে। এই আন্তঃ বিদ্যালয় মহিলা ফুটবল প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল ছেলে এবং মেয়ে উভয়েই সমান। তাই মেয়েরা আর পিছিয়ে নেই। ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে, সেই সঙ্গে সঙ্গে খেলাতেও পারদর্শী। আগামী দিনে নিজেদের একটা জায়গা তৈরি করতে পারে এবং পিছিয়ে পড়া পরিবার গুলি যাতে জীবনের বিভিন্ন ক্ষেত্রে অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে তারই এক প্রচেষ্টা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাজিনা পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্পব নায়েক, ও বিদ্যালয়ের সভাপতি অরবিন্দ মণ্ডল, বিশিষ্ট সমাজসেবী সাহারা মণ্ডল, জয় প্রকাশ সোশ্যাল ইনস্টিটিউট অফ চেঞ্জ এর বীরভূম জেলার কাউন্সিলর সিন্ধা ঘোষ, সুপারভাইজার কৌশিক দে ও ফরিদা আসমিন প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ।