গণধর্ষণের দায়ে অভিযুক্ত বীরভূমের সাঁইথিয়ার তারক ভাস্করের ২০ বছর সশ্রম কারাদণ্ড

শম্ভুনাথ সেনঃ

গণধর্ষণের দায়ে ২০ বছর সশ্রম কারাদণ্ড সহ ৩০ হাজার টাকা জরিমানার আদেশ দিলেন বীরভূমের চতুর্থ জেলা জজ দায়রা আদালতের বিচারপতি স্মরজিত মজুমদার। গতকালই অভিযুক্তকে দোষী সাব্যস্ত করা হয়। আজ ৩১ জানুয়ারী বিচারপতি এই সাজা ঘোষণা করেন। অভিযুক্তের নাম তারক ভাস্কর। তার বাড়ি বীরভূমের সাঁইথিয়া ব্লকের তিন নম্বর ওয়ার্ডের বাবুজি পাড়া। উপযুক্ত প্রমাণ না মেলায় আরো দুজন খালাস পেয়েছে। উল্লেখ্য, ২০১৭ সালের সেপ্টেম্বর মাসে এই গণধর্ষণের ঘটনা ঘটে। পড়শীর একটি বাড়িতে ঢুকে সন্ধ্যায় গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। দরজা ভেঙে ধর্ষণকারীরা মেয়ের সামনে মাকে ধর্ষণ করে। কাঁচের বোতল ভেঙে ঢুকিয়ে সারা দেহ রক্তাক্ত করা হয়। গুরুতর যখম অবস্থায় তাকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। তারই পরিপ্রেক্ষিতে ৩৭৬-ডি, ৪৪৮ ভারতীয় দণ্ডবিধি অনুসারে মামলা দায়ের হয়। এ তথ্য জানিয়েছেন সরকারি আইনজীবী বিকাশ পৈতণ্ডী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *