প্যাটেলনগর গ্রামবাসীদের পরিচালনায় ক্রিকেট টুর্নামেন্ট

দীপককুমার দাসঃ

প্যাটেলনগর গ্রামবাসীদের পরিচালনায় পাঁচদিন ধরে চলা ক্রিকেট টুর্নামেন্টের পরিসমাপ্তি হলো রবিবার। মোট ১৬টি দল অংশ নিয়েছিল এই টুর্নামেন্টে। রবিবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় এইচ পি দেরিয়াপুর ও মল্লারপুর কৃতি একাদশের মধ্যে। ফাইনালে দুটি দল দশ ওভার করে ব্যাট করার সুযোগ পেলেও প্রথমে ব্যাট করে ৯ ওভারে এইচ পি দেরিয়াপুর সব উইকেট হারিয়ে ১১৯ রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে ৮ওভারে সব উইকেট হারিয়ে মল্লারপুর কৃতি একাদশ ৫৭রান তোলে। বিজয়ী হয় এইচ পি দেরিয়াপুর দল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজনৈতিক ব্যাক্তিত্ব দেবশঙ্কর বন্দ্যোপাধ্যায়, পঞ্চায়েত সদস্য লক্ষণ মাহারা, লেটো শিল্পী হরকুমার গুপ্ত প্রমুখ। উদ্যোক্তাদের পক্ষে পার্থ গুপ্ত বলেন, পাঁচদিন ধরে এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছিল। আজ রবিবার সেমিফাইনাল ও ফাইনাল খেলা অনুষ্ঠিত হলো। ফাইনালে জয়ী দলকে ১৫০০০টাকা ও ৪ফুটের একটি ট্রফি দেওয়া হলো। আর রার্ণাস দলকে ১০০০০টাকাও একটি তিন ফুটের ট্রফি দেওয়া হলো। এছাড়া প্রতিটি ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ ও সেরা ব্যাটসম্যান, সেরা বোলার, সেরা ফ্লিল্ডারের পাশাপাশি ম্যান অব দ্যা সিরিজকে পুরস্কৃত করা হয়। এই টুর্নামেন্ট ঘিয়ে এলাকার ক্রীড়াপ্রেমীদের উৎসাহ ছিল যথেষ্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *