শম্ভুনাথ সেনঃ
বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজ এবং আই.কিউ.এ.সি -র উদ্যোগে,কলেজের বাংলা বিভাগের আয়োজনে কলেজের রামরঞ্জন সভাগৃহে আজ ২৭ ফেব্রুয়ারি একটি “আন্তর্জাতিক আলোচনা চক্রের” আয়োজন করা হয়। বিষয় ছিল “বাংলা অভিধান চর্চা”- বিবর্তন ও অগ্রগতি”। এই আলোচনা চক্রে দুই বাংলার অধ্যাপকরা অংশগ্রহণ করেন।ভারত ও বাংলাদেশ এই দুই দেশের জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।কলেজের প্রাক্তন ছাত্র শিল্পী মৃন্ময় দত্ত উদ্বোধনী সংগীত পরিবেশন করেন।অনুষ্ঠানে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য পবিত্র সরকার, বাংলাদেশের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ স্বরোচিষ সরকার, বীরভূমের বোলপুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড.অভ্র বসু। বাংলা অভিধানের বিবর্তন ও অগ্রগতি নিয়ে বক্তারা তাদের গবেষণামূলক উপলব্ধির কথা তুলে ধরেন। এদিন মঞ্চের অতিথিদের বরণ করে নেন কৃষ্ণচন্দ্র কলেজ অধ্যক্ষ ড. গৌতম চট্টোপাধ্যায়। পরে তিনি তাঁর স্বাগত ভাষণে আলোচনা চক্রের প্রাসঙ্গিকতা ও গুরুত্ব তুলে ধরেন। কলেজের ছাত্র-ছাত্রীদের উপস্থিতিতে সভাগৃহ ছিল পরিপূর্ণ। এদিন বীরভূমের বেশ কয়েকটি কলেজের অধ্যাপক সহ বাঁকুড়া, বর্ধমান জেলার কলেজ থেকে অধ্যক্ষ অধ্যাপকরা এই আলোচনা চক্রে অংশগ্রহণ করেন। উপস্থিত ছিলেন হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের অন্যান্য বিভাগের অধ্যাপকরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন এই কলেজেরই অধ্যাপিকা জয়া মুখোপাধ্যায়।