দীপককুমার দাসঃ
সাঁইথিয়া থানার হাতোড়া পঞ্চায়েতের দেরপুর উচ্চ বিদ্যালয়ের শতবার্ষিকী অনুষ্ঠান শুরু হয়েছে আজ শনিবার থেকে। এই উপলক্ষে তিন দিনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে বিদ্যালয়ের পক্ষ থেকে। আজ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গন থেকে বিদ্যালয়ের খেলার মাঠ পর্যন্ত বনার্ঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। এরপর শুরু হয় উদ্বোধনী অনুষ্ঠান। শতবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক চন্ডীচরণ সাধু। শিক্ষার্থীদের কুচকাওয়াজ, নৃত্যানুষ্ঠানের পর সাঁওতালি নৃত্য, রায়বেঁশে নৃত্য, পুরুলিয়ার ছৌ নৃত্য পরিবেশিত হয়। লোকগানের শিল্পী রতন কাহারকে সম্বধর্না জানানো হয় বিদ্যালয়ের পক্ষ থেকে। আগামীকাল নৃত্যানূষ্ঠান, স্যাক্সোফোনের অনুষ্ঠান পরিবেশিত হবে। সোমবার প্রখ্যাত সঙ্গীত শিল্পী রথীন কিস্কু বাউল গান পরিবেশন করবেন। এছাড়াও সঙ্গীত শিল্পী দেবাদৃত চট্টোপাধ্যায় সঙ্গীত পরিবেশন করবেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক হরষিৎ বিশ্বাস বলেন, এই বিদ্যালয়ের শত বার্ষিকী উপলক্ষে তিনদিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই বিদ্যালয়ের প্রথম প্রধান শিক্ষক ছিলেন শিশির কুমার বন্দ্যোপাধ্যায়। দীর্ঘ ৩০ বছর তিনি এই বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। বর্তমানে এই বিদ্যালয়ের পড়ুয়ার সংখ্যা ৭৪৬জন।