
শম্ভুনাথ সেনঃ

নরেন্দ্র মোদী তৃতীয়বার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আবার দেশের প্রধানমন্ত্রী হবেন। এই প্রার্থনা নিয়ে আজ বীরভূমের তন্ত্রক্ষেত্র তারাপীঠ মন্দিরে এসে মা তারাকে পুজো দিলেন উত্তরপ্রদেশের জলশক্তি দপ্তরের মন্ত্রী স্বতন্ত্র দেব সিং। এদিন সন্ধ্যায় তারাপীঠ মন্দিরে আসেন উত্তরপ্রদেশের যোগী সরকারের এই মন্ত্রী। তারপর মা তারার পুজো দেন তিনি। সঙ্গে ছিলেন বিজেপির বীরভূম জেলা সভাপতি ধ্রুব সাহা ও বিজেপির মহিলা মোর্চার বীরভূম জেলা সভানেত্রী রশ্মি দে প্রমুখ। পুজো দেওয়ার পর মন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হন।