পাহাড়ী পথ বেয়ে, জলের কলকলানি শুনতে শুনতে ত্রিকালেশ্বর শিব মন্দির দর্শন। সিউড়ির এই নবনির্মিত মন্দির দেখতে মানুষের ভিড়

দীপককুমার দাসঃ

সিউড়ির সত্য সাঁই পল্লীতে তৈরি হয়েছে ত্রিকালেশ্বর শিব মন্দির। আর সেই মন্দিরের শিবকে দর্শণ করতে যেতে হবে দুর্গম পাহাড়ি পথে। সেই পথ দিয়ে যেতে যেতে চোখে পড়ছে পাহাড়ের কোলে ধ্যানস্থ এক যোগী পুরুষকে। পাহাড়ের উপর থেকে নেমে আসছে ঝরণার জল। সেই জল ব্রিজের নীচে দিয়ে চলে যাচ্ছে পাহাড়ের নীচের এক জলাশয়ে। ঐ জলাশয়ে খেলা করছে মরাল মরালী। রয়েছে পদ্মফুলের আড়ালে কচ্ছপের দল। জলাশয়ের পাশের জঙ্গলে সিংহ, হরিণ। আর পাহাড়ী পথ বেয়ে এগোলেই দেখা মিলছে ত্রিকালেশ্বর শিবের। মহা শিবরাত্রি উপলক্ষে দুদিন বিশেষ পূজাচর্ণার ব্যবস্থা করা হয়েছে। মনোরম পরিবেশ তৈরি করা হয়েছে শিব মন্দিরকে কেন্দ্র করে। আর এই শিব মন্দির দেখতে শুক্রবার শিবরাত্রির দিন থেকেই ভিড় বাড়ছে সিউড়ির সত্যসাঁই পল্লীর প্রভাত জ্যোতিমর্য়ী জ্ঞানপীঠের শিবমন্দির চত্বরে। জানা গেছে এরকম মন্দিরের মূল ভাবনা টুম্পা দাসের। তিনি বলেন, আমাদের উদ্দেশ্য ভগবান কে? শিব কে? এটা সাধারণকে জানানো। আর প্রভাত জ্যোতিমর্য়ী ঞ্জানপীঠের সেক্রেটারি লছমন ব্যানার্জী জানান, স্বয়ং ভগবান শিব। তাঁর কোনো রূপ নেই, গন্ধ নেই, বর্ণ নেই। তিনি আদ অনন্ত জ্যোর্তিস্বরূপ। তিনিই কল্যাণকারী ত্রিকালদর্শী। তাঁকে স্মরণ করে এই ত্রিকালেশ্বর শিব মন্দিরের ভাবনা। ভক্তিমার্গ ও জ্ঞানমার্গের মেলবন্ধনে এই সুন্দর স্থান তৈরি করা হয়েছে। দর্শনার্থীদের জন্য প্রতিদিনই খোলা থাকবে এই দর্শনীয় মন্দির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *