কেন্দ্রীয় সরকারের নয়া প্রকল্প “প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনায়” অনলাইন আবেদন করার কাজ শুরু হয়েছে বীরভূমের ডাকঘরে

শম্ভুনাথ সেনঃ

ভারতবর্ষে বসবাসকারী সাধারণ মানুষজনদের বিদ্যুতের বিলের খরচ কমাতে এবং বিলের উপর ভর্তুকি প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার সম্প্রতি “প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা” নামে একটি নয়া প্রকল্প ঘোষণা করেছে। বাড়ির ছাদে সোলার সিস্টেমের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হবে যার মধ্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে পাওয়া যাবে। ২০২৪ সালে অন্তর্বর্তীকালীন বাজেট পেশ করার সময় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ছাদে সোলার প্যানেলের মাধ্যমে বিনামূল্যে বিদ্যুৎ ঘোষণা করেছিলেন। এই প্রকল্পের অধীনে ছাদে সৌর বিদ্যুতের ইউনিট স্থাপন করার জন্য অনলাইন আবেদন করার কথা বলা হয়। প্রধানমন্ত্রী সূর্ঘঘর প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে বীরভূমেও। “প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পে” বীরভূমের দুবরাজপুর, খয়রাশোল ব্লকের সাব পোস্ট অফিসে আজ ৯ মার্চ অনলাইন আবেদন করার জন্য গ্রাহকদের ভিড় জমে। স্থানীয় দুবরাজপুর বিধানসভার বিধায়ক অনুপকুমার সাহার উপস্থিতিতে শুরু হয় অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া। এলাকার গ্রাহকরা তাদের বিদ্যুৎ বিলের কপি দেখিয়ে রেজিস্ট্রেশন করান। সিউড়ি থেকে আগত ডাকবিভাগের কর্মীরা নির্দিষ্ট পোর্টালের মাধ্যমে গ্রাহকদের অনলাইন রেজিস্ট্রেশন করেন। বেশ উৎসাহের সঙ্গে এই প্রকল্পে আবেদন করার জন্য দুবরাজপুর ডাকঘরে বিকেল পর্যন্ত গ্রাহকদের ভিড় ছিল চোখে পড়ার মতো। তবে শর্ত, নিয়ম-কানুন না জেনে এই প্রকল্পে অনলাইন রেজিস্ট্রেশনের হিড়িক দেখা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *