শম্ভুনাথ সেনঃ
বিকশিত ভারত গঠনের লক্ষ্যে রেলের আধুরিকীকরণে বিশেষ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় সরকার। আজ ১২ মার্চ, ২০২৪ বেলা ৯ টা নাগাদ প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভারত জুড়ে ৮৫ হাজার কোটি টাকার নানা প্রকল্পের শিলান্যাস উদ্বোধন করেন। তার অন্যতম একটি প্রকল্প OSOP(one station one product) প্রকল্পেরও উদ্বোধন করেন তিনি। সেই তালিকায় রয়েছে বীরভূমের সিউড়ি ও দুবরাজপুর স্টেশন।
বীরভূমের দুবরাজপুর স্টেশনে এদিন একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্থানীয় মানুষের জনসমক্ষে তা তুলে ধরার উদ্যোগ নেয় রেল কর্তৃপক্ষ। এদিন দুবরাজপুর স্টেশনে আনুষ্ঠানিকভাবে তার উদ্বোধন করেন বীরভূমের দুবরাজপুর বিধানসভার বিজেপি বিধায়ক অনুপকুমার সাহা। এছাড়া উপস্থিত ছিলেন আসানসোল ডিভিশনের অ্যাসিস্ট্যান্ট কমার্শিয়াল ম্যানেজার বি.কে. চৌধুরী, সিনিয়ার DEN বিনোদ কুমার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেলের এক টেকনিশিয়ান পিন্টু কুমার শ্রীবাস্তব। এদিন আসানসোল ডিভিশনের রেলের বিভিন্ন আধিকারিক সহ রেলের পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন। দুবরাজপুর স্টেশনে OSOP সেন্টারের কর্ণধার অঞ্জলি যাদব জানিয়েছেন এই দোকান থেকে তিনি জীবিকার মুখ দেখছেন।