শম্ভুনাথ সেনঃ
বীরভূমের দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের ১৮৯ তম জন্মতিথি যথোচিত শ্রদ্ধায় উদযাপিত হয়। মঙ্গল আরতি, উষাকীর্তন, বিশেষ পূজা, যাগযজ্ঞ প্রার্থনাসভা, ঠাকুরের কথামৃত পাঠের মধ্য দিয়ে দিনটি ভাবগম্ভীর পরিবেশে পালিত হয়। উল্লেখ্য, কলকাতা থেকে ৯৭ কিলোমিটার দূরে উত্তর পশ্চিমে হুগলির কামারপুকুরে ঠাকুর রামকৃষ্ণদেব জন্মেছিলেন ১৮৩৬ খ্রীস্টাব্দের ১৮ ফেব্রুয়ারি। রামকৃষ্ণ আশ্রম, মঠ ও মিশন প্রতিবছর ঠাকুরের জন্মতিথি উদযাপন করে। বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুসারে, এবছর ১২ মার্চ মঙ্গলবার শ্রী রামকৃষ্ণদেবের জন্ম তিথি পালিত হয়। আজ থেকে ১৮৯ বছর আগে এই তিথিতেই ঠাকুরের জন্ম হয়।
এদিন আশ্রমের ত্রিনয়নী মাতৃমঞ্চে অনুষ্ঠিত হয় বিশেষ যজ্ঞ। শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ ঠাকুরের সামনে এই যোগ্য সম্পন্ন করেন। পুর্ণাহুতি দেন আশ্রমের অনুরাগী ভক্ত ও মায়েরা। অনুষ্ঠিত হয় প্রার্থনা সংগীত। শিল্পী বকুল সিংহ, রুনা চৌধুরী, শিক্ষক তুলসীচরণ ধীবর আশ্রম অনুরাগী শংকর বসাক সংগীত পরিবেশন করেন। তবলা সংগত করেন আশ্রম অনুরাগী ষষ্ঠী ভান্ডারী। উপস্থিত ছিলেন মহদ্রূপানন্দ মহারাজ, ব্রহ্মচারী অমৃত চৈতন্য সহ আশ্রমের বহু ভক্তশিষ্য ও ছাত্রাবাসের পড়ুয়ারা।