শম্ভুনাথ সেনঃ
আজ ১৪ মার্চ। দিনটি “বিশ্ব গণিত দিবস” হিসেবে চিহ্নিত। বিজ্ঞান ও প্রযুক্তি ভালোভাবে জানার ও বোঝার জন্য গণিতের বিকল্প নেই। এই দিনটিকে সামনে রেখে বীরভূমের হেতমপুর কৃষ্ণচন্দ্র কলেজের গণিত বিভাগের উদ্যোগে অনুষ্ঠিত হয় একটি “জাতীয় স্তরের জ্যোতির্বিজ্ঞান বিষয়ক সেমিনার”। মূল বিষয় ছিল “The Amazing Universe” (বিস্ময়কর মহাবিশ্ব)। আলোচনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন জ্যোতির্বিজ্ঞানী ড: দেবীপ্রসাদ দুয়ারী, (এম.পি বিড়লা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চ, কলকাতার ভূতপূর্ব অধিকর্তা)। কলেজের পড়ুয়া সহ এই সেমিনারে অংশগ্রহণ করে দুবরাজপুর সারদা বিদ্যাপীঠ, সারদেশ্বরী বিদ্যামন্দির, আরবিএসডি হাইস্কুল,গার্লস হাই স্কুল, হেতমপুর রাজ গার্লস হাইস্কুল এবং রাজ হাইস্কুলের স্কুলের অন্তত ১৫০ জন ছাত্র-ছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকা। এদিন বক্তা ব্রহ্মাণ্ডের আশ্চর্যজনক দিকগুলি সাবলীল ভাষায় পড়ুয়াদের অনুভব করতে উৎসাহিত করেন। কলেজের অধ্যক্ষ, ড: গৌতম চ্যাটার্জি বলেন, “ড: দুয়ারীর মতো একজন স্বনামধন্য জ্যোতির্বিজ্ঞানীকে আমাদের মধ্যে পেয়ে আমরা অভিভূত”। ছাত্র-ছাত্রীরা এই অনুষ্ঠানে উৎসাহের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে। অনুষ্ঠানের আহ্বায়ক তথা কলেজের গণিত বিভাগের সহকারী অধ্যাপক ড: পল্লব জ্যোতি পাল জানান, “সকল স্তরের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেধার বিকাশ এবং কুসংস্কার ও অন্ধবিশ্বাস দূর করে বিজ্ঞান মনস্কতার প্রসারের উদ্দেশ্যে এই সেমিনারের আয়োজন। ড: দুয়ারী মহাকাশ বিজ্ঞানের অগ্রগতি নিয়ে প্রাঞ্জল ভাষায় আলোচনা করেন। তরুণ প্রজন্মকে মহাকাশ বিজ্ঞানের প্রতি আগ্রহী হতে উৎসাহিত করেন।