দীপককুমার দাসঃ
বসন্ত এলেই প্রকৃতি সেজে উঠে নানা রঙে, নানা রূপে। গাছের রিক্ত শাখায় দেখা যায় কচি পল্লবের উচ্ছ্বাস। রঙবেরঙের ফুলে ফুলে ভরে উঠে প্রকৃতি।আর সেই বসন্ত ঋতুর আগমনকে কেন্দ্র করে ১৭ মার্চ রবিবার সন্ধ্যায় সিউড়ির সিধু কানহু মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হলো ইন্দ্রনীল সঙ্গীত একাডেমীর বসন্ত বন্দনা অনুষ্ঠান। ঋতুরাজ বসন্তকে আবাহন করে সঙ্গীত, নৃত্য পরিবেশন করেন শিল্পীরা। এই অনুষ্ঠানে রবীন্দ্র নাথ ঠাকুরের গান, নজরুল ইসলামের গান, একক সঙ্গীত, সমবেত সঙ্গীত, নৃত্য, এসরাজ বাদন পরিবেশিত হয়। এদিনের এই অনুষ্ঠানে ইন্দ্রনীল সঙ্গীত একাডেমীর শিক্ষার্থীদের পাশাপাশি পদ্যঘর, সিউড়ি শাখা ও মন্দিরা নৃত্য কলার শিল্পীরা পরিবেশন করেন। ইন্দ্রনীল সঙ্গীত একাডেমীর কর্ণধার ইন্দ্রনীল দত্ত বলেন, বসন্তকে আমরা নানা উপাচারে বন্দনা করি, তার অন্যতম অনুষঙ্গ হলো গান। ইন্দ্রনীল সঙ্গীত একাডেমীর তৃতীয় বর্ষপূর্তির প্রথম নিবেদন হিসেবে এই বসন্ত বন্দনা অনুষ্ঠান। রবীঠাকুরের গান, নজরুলের গান, একক ও সমবেত সঙ্গীত, এসরাজ বাদন সব কিছু মিলিয়ে একটা অন্যরকম সন্ধ্যা উদযাপন করছি। এদিন এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্যিক, বাচিক শিল্পী তথা সঞ্চালক সন্দীপন রায়। তিনি তার বক্তব্যে কাব্যে, সাহিত্যে, পুরাণে বসন্তের বর্ণণার বিভিন্ন দিক তুলে ধরেন। এদিনের এই অনুষ্ঠানে বহু দর্শক উপস্থিত ছিলেন সিউড়ির সিধু কানহু মুক্তমঞ্চে।