উত্তম মণ্ডলঃ
রাজনগর ব্লকের বেলেড়া গ্রামের প্রাচীন দুর্গাপুজোর পর এই ব্লকের আরেকটি বর্ধিষ্ণু গ্রাম তাঁতিপাড়া গ্রামের আসন্ন রক্ষাকালী পুজো কমিটিও সেই পথে হাঁটলো। নিষিদ্ধ হলো প্রায় ৩০০ বছরের প্রাচীন পশু বলি প্রথা। এখানে এক রাত্রির জন্য আয়োজিত হয় রক্ষাকালী পুজোর। কমিটির তরফে ঘোষণা করা হয়েছে, এবার থেকে রক্ষাকালী পূজোয় ভক্তদের মানত করা পশুবলি এবছর থেকে নিষিদ্ধ করা হলো এবং ভক্তদের উদ্দেশ্যে জানানো হলো পশুবলি না করার জন্য। এ নিয়ে খুশি এলাকার মানুষ। প্রসঙ্গত উল্লেখ্য, এবছর রক্ষাকালী পুজো অনুষ্ঠিত হবে বাংলা ২৩ চৈত্র। আর সে পুজোয় হবে না কোনো পশুবলি।