গান, নাচ, আবৃত্তি ও আবির খেলায় জমজমাট গণকন্ঠের বসন্ত বন্ধন

দীপককুমার দাসঃ

আজ সোমবার সিউড়ির ইরিগেশন কলোনীর মাঠে গণকন্ঠের বসন্ত বন্ধন অনুষ্ঠানে দেখা গেল মানুষের ঢল। এবারে গননাট্যের গণকন্ঠ শাখার উদ্যোগে এই বসন্ত বন্ধন উৎসবের পঞ্চদশ বর্ষ। শান্তিনিকেতনের আদলে এই দোল উৎসবে যোগ দিয়েছিলেন বহু মানুষ। গান নাচ, আবৃত্তি পরিবেশন করেন সিউড়ীর বিভিন্ন সংস্থা। পাশাপাশি আবির খেলায় মেতে উঠেন উপস্থিত মানুষজন। একে অপরকে রাঙিয়ে দেন রঙবাহারী আবির দিয়ে। ইরিগেশন কলোনীর মূল গেটের ভিতরের অঙ্গণে বিভিন্ন অনুষ্ঠান চলে বেলা একটা পর্যন্ত। আর ইরিগেশন কলোনীর ভিতরের মাঠ মানুষের ভিড়ে হয়ে উঠে সিউড়ির শান্তিনিকেতন। এছাড়া এদিন বিভিন্ন সংস্থার উদ্যোগে দোল উৎসবের আয়োজন করা হয়। এদিন নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রমের উদ্যোগে সিউড়ির সমন্বয়পল্লী দিশারী ক্লাব প্রাঙ্গণ থেকে নৃত্যসহযোগে প্রভাতফেরী বের করা হয়। প্রভাত ফেরী শেষে একটি নৃত্যানুষ্ঠান পরিবেশন করেন নব ঊষা নৃত্যম্ কলাকেন্দ্রমের নৃত্য শিল্পীরা। এদিন সিউড়ির তৃণমূলের জেলা কার্য্যালয় থেকে ঢাকের বাদ্যি সহকারে একটি শোভাযাত্রা বের করা হয়। ফিউশন গার্লস নামে একটি নৃত্য সংস্থার পক্ষ থেকে সিউড়ির ত্রাণসমিতির মাঠ থেকে প্রভাত ফেরীর আয়োজন করা হয়। সিউড়ির মালি পাড়ার শতাব্দী প্রাচীন রাধাগোবিন্দ মন্দিরে বিশেষ পূজাচর্ণার আয়োজন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *