শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম বৈষ্ণব তীর্থক্ষেত্র চণ্ডীদাসের জন্মভূমি “নানুর”। প্রতিবারের মতো এবারও নানুর পঞ্চায়েত সমিতির পরিচালনায় সমিতির মাঠে ও রক্ষাকালী মন্দির প্রাঙ্গণে গত ২৪ শে মার্চ থেকে শুরু হয়েছে চণ্ডীদাস স্মরণ উৎসব ও ৮৭ তম গ্রামীণ মেলা। মেলা চলবে ৩১ মার্চ পর্যন্ত। উল্লেখ্য, বৈষ্ণব পদ সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ মহাজন মধ্যযুগের এক মানবতার মহিমা কীর্তনকারী কবি চণ্ডীদাস জন্মেছিলেন এই বীরভূমের বৈষ্ণব তীর্থভূমি নানুরের মাটিতে। প্রতিবছর বহু ভক্ত পুণ্যার্থী ছুটে আসেন চণ্ডীদাসের জন্মভিটা ও লীলাভূমি দর্শনে। মেলা উপলক্ষ্যে বিকি কিনির পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিনই রয়েছে কীর্তন ও বাউল গান, সাহিত্যসভা যাত্রাপালা, রায়বেশে নৃত্য, ম্যাজিক শো এমন নানা সাংস্কৃতিক অনুষ্ঠান। ২৬ মার্চ চণ্ডীদাস বিষয়ক আলোচনা ও সাহিত্য সভায় অংশ নেন জেলার বিভিন্ন প্রান্তের কবি ও সাহিত্যকরা। কবি চণ্ডীদাসের জীবন আদর্শ ও বিভিন্ন বিষয়ে আলোকপাত করেন গবেষক থেকে সাহিত্যকর্মীরা। উপস্থিত ছিলেন বীরভূমের অন্যতম গবেষক ডঃ আদিত্য মুখোপাধ্যায়, নাট্যব্যক্তিত্ব মহাদেব দত্ত, অবসরপ্রাপ্ত শিক্ষক মানিক চাঁদ রায়, কিরীটিভূষণ পাল প্রমুখ বহু বিদগ্ধ জনেরা। এদিনের অনুষ্ঠানে সম্প্রতি প্রয়াত চণ্ডীদাস গবেষক অসীম ভট্টাচার্য্যকেও শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।