শম্ভুনাথ সেনঃ
“জন্মশতবর্ষে নীরেন্দ্রনাথ” এবং এক অন্য ভাবনায় উদযাপিত হলো “বসন্ত উৎসব”। আজ ২৯ মার্চ সকাল থেকেই বীরভূমের বোলপুর শান্তিনিকেতন সংলগ্ন লায়েক বাজারের মনেডাঙা আদিবাসী গ্রাম ছিল উৎসবে মাতোয়ারা। আন্তর্জাতিক কবিতা পত্রিকা “কলকাতার যীশু”এর উদ্যোগে এবং মনমাঝি মন গঠনের পাঠশালা ও অনুভব ওয়েলফেয়ার সোসাইটির আয়োজনে এই উৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প.ব. কবিতা একাডেমির চেয়ারম্যান তথা বিশিষ্ট কবি সুবোধ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোলপুর কলেজের অধ্যাপক ড. রামানুজ মুখোপাধ্যায়, বোলপুর পুরসভার চেয়ারম্যান পর্ণা ঘোষ, কলকাতার যীশু পত্রিকার সম্পাদক তথা কবি সাতকর্ণী ঘোষ, বীরভূমের বাচিক শিল্পী বিজয় কুমার দাস, কবি অসীম শীল প্রমুখ। জেলার বিভিন্ন প্রান্তের কবি, শিল্পী, সাহিত্যিক, কলাকুশলী সহ কলকাতার বিদগ্ধ মানুষজন এবং মনমাঝির আদিবাসী বন্ধুরা অংশগ্রহণ করেন।
এদিন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটি আবক্ষ মূর্তি উন্মোচিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের বরণ করে নেওয়ার পর কবি সুবোধ সরকারের হাতে তাঁরই একটি প্রতিকৃতি স্মারক সম্মাননা হিসেবে তুলে দেওয়া হয়।অনুষ্ঠানটি সঞ্চালনা করেন চন্দ্রিকা বন্দ্যোপাধ্যায়। সমগ্র অনুষ্ঠানটির পরিচালনার দায়িত্বে ছিলেন মনমাঝির প্রতিষ্ঠাতা শিক্ষিকা প্রতিভা গাঙ্গুলী, কবি বাপ্পাদিত্য বন্দ্যোপাধ্যায়, অনুপ ঘোষ, সোনামণি সোরেন প্রমুখ।