শম্ভুনাথ সেনঃ
বীরভূমের অন্যতম পর্যটনক্ষেত্র সতীপীঠ “বক্রেশ্বর ধাম”। শতাধিক নানান দেব-দেবীর মঠ-মন্দিরে সেজে উঠেছে এই শৈবক্ষেত্র। বছরভর হাজার হাজার পুন্যার্থীর আনাগোনা। ১৯৯২ সালে বক্রেশ্বর মহাশ্মশান সংলগ্নে গড়ে উঠেছে “বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল” নামে এই আশ্রমিক প্রতিষ্ঠান। আজ ২ এপ্রিল, ২০২৪ এই আশ্রমে সাধক বাসুদেবের ৮৪ তম আবির্ভাব তিথি উৎসব সাড়ম্বরে উদযাপিত হয়। সকাল থেকেই চলে নাম সংকীর্তন, যাগ-যজ্ঞ ও ধর্মীয় আলোচনা সভা। দুপুরে তাঁর সমাধিস্থলে ভোগ নিবেদন করা হয়, চলে স্মৃতিতর্পণ। স্থানীয় বক্রেশ্বর, ঝাঁপড়তলা, তাঁতিপাড়া, গোহালিয়ারা, মেটেলা এমন সব গ্রাম থেকে হাজির হয় আশ্রমের গুণমুগ্ধ ভক্ত-শিষ্যরা। চলে সাধু-সন্ত, ভক্ত ও নরনারায়ণ সেবা। কিন্তু কে এই সাধক বাসুদেব!?
১৯৪২ সালের এমন এক ২ এপ্রিল বিহারের মুঙ্গের জেলার জামালপুরে চট্টোপাধ্যায় পরিবারে তাঁর জন্ম। মাত্র ৮ বছর বয়সে আধ্যাত্ম শিক্ষার হাতেখড়ি। তখন থেকেই বেরিয়ে পড়েন সত্যের সন্ধানে। একদিকে আধ্যাত্ম সাধনা অন্যদিকে মেধাবী ছাত্রটি পড়াশোনা চালিয়ে যান। রুরকি ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে তিনি কৃতিত্বের সঙ্গে ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করেন। কিন্তু এই পার্থিব প্রাপ্তিতে তাঁর চিত্ত ভরেনি। দেশ-বিদেশের বিভিন্ন তীর্থক্ষেত্রে চলে তাঁর নিরন্তর সাধনা! উল্লেখ্য, ১৯৯২ সালের ২৯ জুলাই তিনি অনন্তলোকে বিলীন হন। সাধক বাসুদেবের দেহ সমাধিস্থ করা হয় এই সতীপীঠ বক্রেশ্বরে। আর তখন থেকেই দেশ-বিদেশের অনরাগী ভক্ত-শিষ্যদের আর্থিক সহায়তায় গড়ে ওঠে “বাসুদেব মিশন ইন্টারন্যাশনাল” নামে এই প্রতিষ্ঠান। স্বামী ভোলানাথ তীর্থানন্দ মহারাজের দায়িত্বে এগিয়ে চলে এই আশ্রম। তিনিও অবশ্য ২০২০ সালের ১০ সেপ্টেম্বর বাসুদেবলোকে বিলীন হন। তাঁর নশ্বর দেহ বক্রেশ্বর মহাশ্মশানে দাহ করা হয়।
বাসুদেব বাবার সমাধি মন্দিরের পুনর্নির্মাণ উপলক্ষে আজ ২ রা এপ্রিল অনুষ্ঠিত হয় অভিষেক পর্ব। উল্লেখ্য, গত ২০০৮ সালে বাসুদেব বাবার স্বপ্নাদেশে এক বিদেশী ভক্ত শিষ্য ইটালির মিস্টার পাইরাস সাহেব এখানে ১০ ফুট উচ্চতার একটি “শ্বেত প্রবাল শিবলিঙ্গ” প্রতিষ্ঠা করেন। এই শ্বেত প্রবাল শিবলিঙ্গ ইউরোপের ক্রোয়েশিয়া দেশ থেকে জল জাহাজে নিয়ে আসা হয় কলকাতার খিদিরপুর ডকে। সময় লেগেছিল প্রায় চার মাস। সেখান থেকে ১৬ চাকা গাড়ি করে শিবলিঙ্গ আনা হয় বীরভূমের তীর্থক্ষেত্র বক্রেশ্বরে। এই শিবলিঙ্গ দর্শনে বছরভর এখানে ছুটে আসেন বহু ভক্ত-পুণ্যার্থী। এই বাসুদেব মিশনের আগামী পরিকল্পনা নিয়ে একান্তে জানিয়েছেন মিশনের ট্রাস্টি বোর্ডের সম্পাদক উৎপল ভরদ্বাজ। স্থানীয় প্রসাদ দাস, অজয় গুঁই, সুনীল মণ্ডল, উৎপল রায়, পরেশ দাস, জয়দীপ মজুমদার এমন সব অনুরাগী শিষ্যদের সহযোগিতায় আশ্রমের উন্নয়ন ক্রমে এগিয়ে চলেছে ।