
শম্ভুনাথ সেনঃ
তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ঝটিকা সফরে এলেন আজ ৩ মার্চ বীরভূমে। এদিন রামপুরহাট মহকুমার তারাপীঠ সংলগ্ন চিলের মাঠে হেলিকপ্টারে নামেন তিনি। পোস্টার ও ফেস্টুনে ছেয়ে যায় গোটা তারাপীঠ এলাকা। যানবাহন নিয়ন্ত্রণ করা হয়। বেশ কয়েক ঘন্টা ছিল টোটো চলাচল বন্ধ। এদিন বীরভূমের তারাপীঠে একটি বেসরকারি হোটেলে রুদ্ধদ্বার কর্মী সম্মেলন করেন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ উপস্থিত ছিলেন, রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিংহ, বিধানসভার উপাধ্যক্ষ ড. আশিস বন্দ্যোপাধ্যায়, লাভপুর ও সিউড়ি বিধানসভার দুই বিধায়ক অভিজিৎ সিংহ ও বিকাশ রায়চৌধুরী, তৃণমূলের কোর কমিটির সদস্য সুদীপ্ত ঘোষ, বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফায়জুল হক ওরফে কাজল সেখ, বোলপুর ও বীরভূম লোকসভা কেন্দ্রের দুই প্রার্থী অসিত মাল ও শতাব্দী রায় সহ জেলার অন্তত ১৮০ জন দলীয় নেতাকর্মী। আসন্ন লোকসভা নির্বাচনে নেতাকর্মীদের চাঙ্গা করতেই আজকের এই রুদ্ধতার কর্মী সম্মেলন। জানা গেছে দলের ফল খারাপ হলে কাউকে রেয়াত করা হবে না বলে তিনি দলীয় কর্মীদের কড়া বার্তা দিয়েছেন। দলীয় বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক। অনুব্রত মণ্ডলের প্রসংশা করে শুভেন্দু অধিকারীকে খোঁচা দেন তিনি। তিনি জানান বিজেপির ওয়াশিং মেশিন আছে। বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা। অনুব্রত মণ্ডল বিজেপিতে গেলে ধোয়া তুলসী পাতা হয়ে যেতেন! আর জেল খাটতে হতো না। বীরভূমের কেষ্ট গড়ে এমনি মন্তব্য করেন অভিষেক বন্দ্যোপ্যাধায়। তিনি বলেন, “যত দিন যাচ্ছে সাংগঠনিকভাবে তৃণমূল শক্তিশালী হচ্ছে৷ ২০১৯ এর চেয়ে এবার এই ২০২৪ এর নির্বাচনে অনেক ভালো ফল হবে বলে তিনি আশা ব্যক্ত করেন।