শম্ভুনাথ সেনঃ
বাম-কংগ্রেস বাংলায় বিজেপি ও তৃণমূলের কাছে বিরোধী দল। তবুও সাঁইথিয়ায় নির্বাচনী প্রচারে এসে বীরভূম লোকসভা কেন্দ্রের বাম-কংগ্রেস জোট প্রার্থী মিল্টন রশিদ মমতা ব্যানার্জির লক্ষ্মী ভাণ্ডারের প্রশংসা করলেন। দিল্লীর সিংহাসনের লড়াই এ মমতা বন্দ্যোপ্যাধায় নেই। তৃণমূল না আছেন I.N.D.I.A জোটে, না আছেন N.D.A তে। তিনি বলেন রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন। তাতে দুটো সুযোগ মিলবে। “মমতা ব্যানার্জির কাছ থেকে যেমন লক্ষ্মী ভাণ্ডার ১,০০০ টাকা পাচ্ছেন, তেমনি আবার রাহুল গান্ধীর কাছ থেকে বছরে ১ লক্ষ টাকা মহালক্ষ্মী ভাণ্ডার পাবেন। ২ টো সুযোগের সৎ ব্যবহার করুন। তাই এবার মা-বোনেদের অনুরোধ করবো, একটু কষ্ট করে রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী করুন। তাহলে বছরে ১ লক্ষ টাকা পাবেন। এমন মন্তব্য বাম-কংগ্রেসে জোট প্রার্থী মিল্টন রসিদের। তবে মিল্টন বাবুর এই মন্তব্য থেকে শুরু হলো রাজনৈতিক তরজা। বীরভূম বিজেপির জেলা নেতৃত্ব বলছে I.N.D.I.A জোটে তো মুখ্যমন্ত্রী নেই তাহলে TMC এর লক্ষ্মী ভাণ্ডারের প্রশংসা কেন? নিজে মনে হয় লড়াই করতে চান না! জাতীয় কংগ্রেস তো রাহুল গান্ধীকে প্রধানমন্ত্রী হবেন এ কথা তো নেতৃত্ব কোথাও বলেননি! তাহলে উনি কী ভাবে বলতে পারেন? বিজেপির স্লোগান, এবার ৪০০ পার! আবার মোদীজী প্রধানমন্ত্রী হবেন।