বীরভূমের রামপুরহাট থানার সামনে জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান-বিক্ষোভ

শম্ভুনাথ সেনঃ

বীরভূম বিজেপির পক্ষ থেকে মিছিল করে এসে আজ ২০ এপ্রিল রামপুরহাট থানার সামনে অবস্থান বিক্ষোভে সামিল হয়। উল্লেখ্য, গত ১৭ এপ্রিল রামনবমী শোভাযাত্রায় অস্ত্র হাতে অংশগ্রহণের জন্য ১১ জনের জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন পুলিশ। জামিন অযোগ্য ধারায় বিজেপির লোকসভার প্রার্থী দেবাশিস ধর সহ সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়। রামনবমীর শোভাযাত্রায় বিজেপির কর্মী সমর্থকরা বন্দুক ও অস্ত্র নিয়ে শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিলেন। ওইদিনের এই ঘটনার পরিপেক্ষিতে অভিযোগ আনা হয়েছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে আজ বিজেপির কর্মী সমর্থকরা রামপুরহাট দলীয় কার্যালয় থেকে মিছিল করে এসে থানার ভিতর ঢুকে বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখানোর সময় পুলিশ কর্মকর্তাদের সাথে বিজেপির কর্মী সমর্থকদের ধাক্কাধাক্কি শুরু হয়। পরে বিজেপির পক্ষ থেকে পাঁচজনের এক প্রতিনিধি দল রামপুরহাট থানায় উর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *