নয়াপ্রজন্ম প্রতিবেদনঃ
সিউড়ির তারাশঙ্কর সাহিত্য সমাজ দীর্ঘ সময় ধরে কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা ধরণের কাজ করে চলেছে। সংগঠনের কর্ণধার দেবাশিস মুখোপাধ্যায় তারাশঙ্করের নানা দিক নিয়ে বেশ কিছু গ্রন্থ প্রকাশ করেছে। সম্প্রতি প্রকাশিত হয়েছে তারাশঙ্কর জীবনী নিয়ে তাঁর মূল্যবান গ্রন্থ। যা ৪ টি খন্ডে প্রকাশিত হবে। ২১ এপ্রিল বিকেলে সিউড়ি বিবেকানন্দ গ্রন্থাগারে সংগঠনের অধিবেশনের মূল বিষয় ছিল কথাসাহিত্যিক তারাশঙ্করের থিয়েটার জীবন নিয়ে আলোচনা। সিউড়ি তথা জেলার শিক্ষা সাহিত্য সংস্কৃতি নাটক জগতের বহু বিশিষ্ট জন এদিন উপস্থিত ছিলেন। প্রবীণ শিক্ষাবিদ নারায়ণ ভট্টাচার্য, অধ্যাপক তপন গোস্বামী সহ বীরভূম সাহিত্য পরিষদের সরোজ কর্মকার, সিউড়ির নাটকের দলের সদস্যরা সহ বিশিষ্টজনেরা। কলকাতা থেকে এসেছিলেন নাট্যকথা দলের কর্ণধার সৌমিত্র চট্টোপাধ্যায় সহ তাঁর দলের সদস্য সদস্যারা।
স্বাগত ভাষণ দেন সংগঠনের সভাপতি বিপিন মুখোপাধ্যায়।প্রথম পর্বে ছিল গল্পপাঠ, গানের অনুষ্ঠান। তারাশঙ্কর পর্বে “নাটক – থিয়েটারের তারাশঙ্কর ” বিষয়ে বক্তব্য রাখেন বিজয়কুমার দাস। সংগঠনের কর্ণধার দেবাশিস মুখোপাধ্যায় বলেন, তারাশঙ্কর স্মৃতি সাহিত্য সমাজ দীর্ঘদিন ধরে তারাশঙ্কর চর্চায় নিয়োজিত আছে। নিয়মিত সংগঠনের অধিবেশনে শহর তথা জেলার বিশিষ্টজনেরা উপস্থিত হয়ে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের সাহিত্যের নানা দিক নিয়ে আলোচনা করেন। প্রকাশিত হয় সংগঠনের মুখপত্র “অরণ্য-অগ্নি” পত্রিকা। কলকাতার নাট্যকথার কর্ণধার সৌমিত্র চট্টোপাধ্যায় বলেন, এই সংগঠনের কাজের এবং তারাশঙ্কর চর্চার কথা শুনে আমরা সদলবলে কলকাতা থেকে ছুটে এসেছি। সমগ্র অনুষ্ঠানটি ছিল সুপরিকল্পিত ও সুসঞ্চালিত।