বীরভূমের লাভপুর নাট্য বিদ্যালয়ে ক্লাস নিলেন মারাঠি নাট্য ব্যক্তিত্ব অভিরাম ভরকমকর

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের অন্যতম সতীপীঠ ‘লাভপুর’। বাঙালির গর্ব কথা সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের জন্মভূমি। আর এই লাভপুরের মাটিতে প্রায় এক বছর আগে গড়ে উঠেছে ‘নাট্য বিদ্যালয়’! ভারতীয় বিদ্যাভবনের অনুমোদন সাপেক্ষে বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগ ও পরিচালনায় চলছে নাট্য বিদ্যালয়ে নাট্যচর্চা ও প্রশিক্ষণ। প্রতি রবিবার সব বয়সের চল্লিশ জন ছাত্র-ছাত্রী এই সার্টিফিকেট কোর্সের মাধ্যমে শিখছেন নাট্যাভিনয়। বাংলার তথা বহির্বাংলার বিদগ্ধ নাট্য ব্যক্তিত্বরা এই শিক্ষার্থীদের ক্লাস নিয়ে চলেছেন।


উল্লেখ্য, গত ২১ এপ্রিল এই ক্লাস নিতেই বীরভূমের মাটিতে লাভপুরে আসেন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নাট্যকার, সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার প্রাপ্ত মুম্বাই নিবাসী মারাঠি নাট্য ব্যক্তিত্ব তথা ঔপন্যাসিক অভিরাম ভরকমকর। ভারতীয় বিদ্যাভবন অনুমোদিত নাট্য বিদ্যালয়ে ক্লাস নেন তিনি। এ কথা জানিয়েছেন বীরভূম সংস্কৃতি বাহিনীর কর্ণধার তথা শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায়। এমন নাট্য ব্যক্তিত্বকে পেয়ে খুশি শিক্ষার্থীরাও। দুদিন কাটিয়ে ঘুরে দেখলেন সতীপীঠ ফুল্লরা মায়ের মন্দির, গুরুকুল নাট্য আশ্রম, সাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ধাত্রীদেবতা। পৌঁছে গিয়েছিলেন তারাশঙ্করের সৃষ্টি-সাহিত্যের সেই বিশু ডাক্তারের বাড়ি। পা ছুঁয়ে প্রণাম নিবেদন করেন শতবর্ষ ছুঁতে যাওয়া বীরভূমের গর্ব ডাঃ সুকুমার চন্দ্রকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *