একতরফা ভোটের ডিউটির কারণে আত্মহত্যার প্রচেষ্টা বীরভূম জেলা পুলিশের এক মহিলা এএসআই এর

শম্ভুনাথ সেনঃ

কোনো অনুরোধই গ্রাহ্য হয়নি। এক মহিলা পুলিশ আধিকারিককে বার বার দেওয়া হয়েছে ভোটের ডিউটি৷ অসহ্য হয়ে ফেসবুক লাইভে কাঁদতে কাঁদতে নিজের হাতের শিরা কাটলেন বীরভূম জেলা পুলিশের ঐ মহিলা এএসআই।আজ ২২মে দুপুরে এমন ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে বীরভূমে। ছবিলা খাতুন নামে এই অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর বীরভূম জেলা সদর সিউড়ি ডিআইবিতে কর্মরত। হুগলীর পর বাঁকুড়ার ইন্দাসে তাকে ভোটের ডিউটি দেওয়া হয়। তিনি উর্ধ্বতন আধিকারিকদের বারংবার জানিয়েছেন তার অসুবিধার কথা। জানিয়েছেন তার মা ক্যান্সার আক্রান্ত। স্বামীকেও পাঠানো হয়েছে ভোটের ডিউটিতে ভিন জেলায়। বাড়িতে দুই শিশু কন্যা। তাছাড়া তার প্রতিষ্ঠিত ‘স্বপ্নপুরী’ বৃদ্ধাশ্রমের আবাসিক অসহায় মায়েরাও অত্যন্ত অসুস্থ। এমনই একাধিক কারণে আর ভোটের ডিউটি না দেওয়ার অনুরোধ করেন তিনি। তবে তাতে কোনও লাভ হয়নি। অসহ্য হয়ে প্রতিবাদে আজ দুপুরে ফেসবুক লাইভ করেন। কান্নায় ক্ষোভের কথা তুলে ধরেন। উচ্চপদস্থ আধিকারিকদের বিরুদ্ধেও মারাত্মক অভিযোগ তোলেন তিনি। ফেসবুক লাইভের একেবারে শেষে হাতের শিরা কাটায় রক্তের ছবিও দেখা যায়। এক মহিলা ছুটে এসে তাঁর হাত থেকে ব্লেডটি কেড়ে নেওয়ার ছবিও ভেসে ওঠে। আজকের এমন ঘটনায় জেলা পুলিশ মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *