শম্ভুনাথ সেনঃ
ভারত সেবাশ্রম সংঘের প্রবীণ সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দজী ওরফে কার্তিক মহারাজের নামে এ রাজ্যের মুখ্যমন্ত্রী কুরুচিকর এবং অপমানজনক মন্তব্য সেইসঙ্গে রামকৃষ্ণ মিশন, ইসকন সহ ভারত সেবাশ্রমকে আক্রমণ করার জন্য রাজ্যজুড়ে চলছে প্রতিবাদ সভা ও ধিক্কার মিছিল। বীরভূমের দুবরাজপুর পুরশহরের পাহাড়েশ্বর শিবমন্দির প্রাঙ্গণে বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বীরভূম জেলা শাখার উদ্যোগে আজ ২৪ মে বেলা ৯ নাগাদ একটি প্রতিবাদী ধিক্কার সভা অনুষ্ঠিত হয়।
বীরভূমের বিভিন্ন প্রান্তের সাধু সন্ত, সচেতন নাগরিক সমাজ, ভক্ত মণ্ডলী, জাগরণ মঞ্চ, হিন্দু একতা সহ বিভিন্ন সংগঠনগুলির মহারাজরা এদিন উপস্থিত ছিলেন। এ তথ্য জানিয়েছেন উদ্যোক্তাদের অন্যতম বিশ্ব হিন্দু পরিষদের দক্ষিণ বীরভূমের দায়িত্বে থাকা সরোজ সাঁই। এদিন উপস্থিত বক্তারা সেদিনের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রীর কুরুচিকর মন্তব্যের প্রতি ধিক্কার ও প্রতিবাদ জানান। এই বক্তব্য মুখ্যমন্ত্রীর কানে না পৌঁছালে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়।