শম্ভুনাথ সেনঃ
বাংলা সমৃদ্ধ লৌকিক ইতিহাসে। বিচিত্র দেব-দেবীর হদিশ পায় এই গ্রাম বাংলায়। নানা দেব-দেবীর পুজো পার্বণকে কেন্দ্র করে বছরভর গ্রামীন সংহতি রক্ষায় লোকায়ত ধর্মীয় সংস্কৃতি সমৃদ্ধ হয়েছে। এমনই এক দেবতা হলেন “ক্ষেত্রপাল”।
হিন্দু পুরাণ অনুসারে ভগবান ক্ষেত্রপাল কে শিবের পুত্র বলে বিশ্বাস করা হয়। ক্ষেত্রপাল কৃষিদেবতা হিসেবে গ্রাম বাংলায় পূজিত হন। কৃষিনির্ভর বীরভূমের ময়ূরেশ্বর দু’নম্বর ব্লকের ঝিকড্ডা গ্রাম পঞ্চায়েতের একটি ছোট্ট গ্রাম পারচন্দ্রহাট। মনিকর্ণিকা নদীর কোল ঘেঁসে গ্রামের প্রান্তে গাছের নীচেই আজ পুজো হয় এই কৃষি দেবতার। নেই কোনো মন্দির। অতি প্রাচীন কাল হতে এই বুদ্ধপূর্ণিমা তিথিতে পূজীত হন ক্ষেত্ররক্ষক “ক্ষেত্রপাল”। মানুষের বিশ্বাস ইনিই হচ্ছেন ভূদেবতা।
বীরভূমের বুকে সম্ভবত একমাত্র পারচন্দ্রহাট গ্রামেই “ক্ষেত্রপাল” পুজো অনুষ্ঠিত হয় বলে জানিয়েছেন গ্রামের প্রবীণ ব্যক্তিত্ব প্রহ্লাদ মণ্ডল। আজ এই পূজা উপলক্ষে ছোট্ট এই গ্রামটিতে বহু ভক্তের সমাগম ঘটে। বহু মানুষ তাদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে ছুটে আসেন এই ক্ষেত্রপাল পুজো অনুষ্ঠানে। নানা নৈবেদ্য সাজিয়ে ভক্তিভরে এই দেবতার পুজো অর্চনা অনুষ্ঠিত হয়।