তারাপীঠের আদলে বীরভূমের অন্যতম সতীপীঠ কঙ্কালীতলাতেও স্থাপন করা হল আলতা মাখা “দেবীর চরণ”

শম্ভুনাথ সেনঃ

পঞ্চপীঠের বীরভূমে অন্যতম সতীপীঠ বোলপুর অদূরে “কঙ্কালীতলা”। তারাপীঠের আদলে এবার এই সতীপীঠে আলতা মাখা মায়ের চরণ স্থাপন করা হল। স্থানীয় কাঞ্চিদেশ উৎসব কমিটি’র উদ্যোগে গতকাল ২৪ মে দিনভর মহাযজ্ঞ ও মহোৎসবের মধ্য দিয়ে দেবীর চরণ স্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত বছর সেপ্টেম্বরে কঙ্কালীমায়ের প্রতিকৃতি বীরেশ্বর চক্রবর্তী নামে এক পুরোহিতের গায়ে পড়ে যায়। কাঁচ ভেঙে গুরুতর আহত হন ঐ পুরোহিত। এমন ঘটনা যাতে আর না ঘটে, সেজন্য ওই দিনই কঙ্কলীতলা গ্রাম পঞ্চায়েত ও কঙ্কালী মাতা ঠাকুরানি উন্নয়ন ট্রাস্টের তরফে “মায়ের গর্ভগৃহে সিংহাসনের মধ্যেই প্রতিকৃতি রেখে পুজো করা হবে” এমন সিদ্ধান্ত নেওয়া হয়। সেইমতো ট্রাস্টের আর্থিক সহযোগিতায় সেগুন কাঠ দিয়ে প্রায় এক লক্ষ টাকা ব্যয়ে তৈরি করা হয় দেবীর নতুন সিংহাসন। এদিন অনন্ত চতুর্দশীর পুণ্য তিথিতে মাকে নতুন সিংহাসনে অধিষ্ঠিত করা হয়েছে। ভক্তরা যাতে কঙ্কালীমায়ের চরণ স্পর্শ করে পুজো দিতে পারেন সেজন্য কাঞ্চিদেশ উৎসব কমিটির সহায়তায় বিশেষ তিথিতে দিনভর মন্দির চত্বরে বিশেষ পুজার্চনা, হোমযজ্ঞ ও মহোৎসবের আয়োজন করা হয়। দেবীর চরণ প্রতিষ্ঠা উৎসব উপলক্ষে ৪০ টি হরিনামের দল, ২০ জন ঢাকির ঢাক বাদ্য, মা-মেয়েদের শঙ্খধ্বনি, উলুধ্বনির মধ্য দিয়ে দেড় কেজি রুপো দিয়ে নির্মিত মায়ের চরণ প্রতিস্থাপন করা হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়। এবার থেকে ভক্তরা তাঁদের মনস্কামনা পূরণের উদ্দেশ্যে দেবীর চরণ স্পর্শ করে পুজো দিতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *