শম্ভুনাথ সেনঃ
নির্বাচনী জনসভায় সাধু সন্তদের নামে রাজ্যের মুখ্যমন্ত্রীর কুরুচিকর ও অপমানজনক মন্তব্যের প্রতিবাদে ২৭ মে প্রতিবাদ ও ধিক্কার মিছিল অনুষ্ঠিত হয় বীরভূমের রামপুরহাটে। সেইসঙ্গে রামপুরহাট মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে দেওয়া হয় একটি ডেপুটেশন। বিশ্ব হিন্দু পরিষদের উত্তর বীরভূম শাখার উদ্যোগে জেলার বিভিন্ন প্রান্তের সাধু,সন্ত ও সভ্য সমাজের মানুষজনদের উপস্থিতিতে বৃষ্টি উপেক্ষা করে ছাতা মাথায় নিয়ে ধিক্কার মিছিলে হাঁটেন সাধু-সন্তরা। উপস্থিত ছিলেন কবিচন্দ্রপুর আশ্রমের হংসানন্দ মহারাজ, লাভপুর যোগমায়া আশ্রমের সুনন্দ মহারাজ, তারাপীঠ মন্দিরের পুরোহিত তন্ময় মুখোপাধ্যায়, পুলককুমার চট্টোপাধ্যায় সহ বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। এদিন রামপুরহাট কামারপট্টি মোড় থেকে এই প্রতিবাদ মিছিল রামপুরহাট মহকুমা শাসকের অফিসে যায়। পরে মহকুমা শাসকের মাধ্যমে রাষ্ট্রপতির উদ্দেশ্যে লিখিত ডেপুটেশন তুলে দেন সাধু সন্ন্যাসী ও বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা।