শম্ভুনাথ সেনঃ
পানীয় জলের দাবীতে পথ অবরোধ করে বিক্ষোভ গ্রামের মহিলাদের। এই বিক্ষোভে সামিল হয় গ্রামের সবাই। ঘটনাটি ঘটে আজ ২৮ মে বিকেলে বীরভূমের নলহাটি থানার মেহেগ্রামে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, বারবার প্রশাসনের বিভিন্ন দপ্তরে আবেদন জানিয়েও কোনো সুরাহা হয়নি। প্রায় চার-পাঁচ মাস ধরে পানীয় জলের অভাবে ভুগছেন মেহেগ্রামের বাসিন্দারা। একথা সাংবাদিকদের জানিয়েছেন গ্রামের নিরঞ্জন লেট, চামেলি লেট সহ অনেকেই। বীরভূমের নলহাটি-১ নম্বর ব্লকের কুরুমগ্রাম গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই মেহেগ্রাম। গ্রামের বাসিন্দারা জানান গ্রামে জলের কোনো পাইপ লাইন নেই। পাঁচটি টিউবয়েল থাকলেও সবকটি বিকল হয়ে পড়ে রয়েছে। টিউবয়েল সারানোর জন্য পঞ্চায়েতে জানানো হলেও টিউবয়েল সারানো হয়না। সেই কারনে পাশের গ্রাম থেকে জল নিয়ে আসতে হয় মেহেগ্রামের বাসিন্দাদের। তারই প্রতিবাদে এবং পানীয় জলের দাবীতে আজ মেহেগ্রামে তেজহাটি-বুজুং রাস্তা অবরোধ করেন মেহেগ্রামের মহিলারা। যদিও এলাকার নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের বিজেপির সদস্যা মমতা লেট গ্রামবাসীদের অভিযোগে সহমত প্রকাশ করেন। তার দাবী তিনিও স্থানীয় পঞ্চায়েত প্রধানকে জানালেও পঞ্চায়েত থেকে পানীয় জলের অভাব মেটানোর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।