বীরভূমের দুবরাজপুরে দিন দুপুরে বোমা বিস্ফোরণ, গোষ্ঠী সংঘর্ষের জেরে গুলিবিদ্ধ -১ যুবক। ২ জনকে আটক করেছে পুলিশ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের দুবরাজপুর ব্লকের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর গ্রামে দিনদুপুরে বোমা বিস্ফোরণে এলাকায় চাঞ্চল্য। ঘটনাস্থলে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এদিন দুপুরে গ্রামের আজম সেখের ছাদে বোমা বিস্ফোরণ হয়। তা নিয়ে আজম সেখ ও সেলিম সেখ দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ বাঁধে। উল্লেখ্য, একসময় আজম ও সেলিম দুজনেই ছিলেন তৃণমূলে। পরে দলবদল করে আজম সেখ যোগ দেন কংগ্রেসে। একদা এই আজম দুবরাজপুর ব্লকের তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি ভোলা মিত্রের অনুগামী ছিলেন। তাঁর মদতেই এলাকায় আজম যথেষ্ট প্রভাবশালী হয়ে ওঠে। এদিন তার বাড়িতে বোমা বিস্ফোরণের পরই এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগ, এলাকায় সন্ত্রাস ছড়াতেই বোমা মজুত করে রেখেছিলেন আজম। অভিযোগ, পাল্টা অভিযোগের প্রেক্ষিতে শুরু হয় বোমাবাজি। সেসময় আচমকাই আজমের বাড়ি থেকে গুলি চালানো হয়বলে খবর। তাতে ওসমান সেখ নামে এক যুবকের বাঁ পায়ে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দুবরাজপুর ব্লক গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। গ্রামে রয়েছে উত্তেজনা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। শুরু হয়েছে পুলিশী তদন্ত। এই ঘটনায় আজম এবং তার ভাই রাজু সেখকে আটক করেছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *