শম্ভুনাথ সেনঃ
ক্লাব, স্বেচ্ছাসেবী সংগঠনের পাশাপাশি এখন প্রশাসনের নিরাপত্তা রক্ষী পুলিশ কর্তৃপক্ষ এগিয়ে আসছেন রক্তদানে। আসলে রক্তদান মানে পরোক্ষে জীবন দান। “ফুটবে হাসি বাঁচবে প্রাণ, করলে তুমি রক্তদান” এমন শ্লোগান তুলে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে রামপুরহাট থানায় আজ ৩০ মে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। “উৎসর্গ” নামে এই অনুষ্ঠানে রামপুরহাট থানার পুলিশ কর্মীরা স্বেচ্ছায় রক্তদান করেন। তীব্র দাবদাহে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রক্তের সঙ্কট মোকাবেলায় জেলা পুলিশের এই সাধু উদ্যোগ বলে জানানো হয়। এদিনের রক্তদান শিবিরে স্বেচ্ছায় রক্তদান করেন পুলিশের আধিকারিক সহ রামপুরহাট থানার ৬৪ জন পুলিশ কর্মী। এ তথ্য রক্ত সংগ্রহকারী কর্তৃপক্ষ জানিয়েছেন। এদিনের শিবিরে রামপুরহাট গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ব্লাড সেন্টার এই রক্ত সংগ্রহ করে।