শম্ভুনাথ সেনঃ
ফের শুরু হয়েছে তাপপ্রবাহ। আবার গরমে চরম কষ্ট। অস্বস্তিকর পরিস্থিতির জেরে নাজেহাল রাঙ্গামাটির মানুষজন। আগামী বুধবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। বীরভূমেও এই ক’দিনে তাপমাত্রা উর্দ্ধমুখী। বুধবার পর্যন্ত ঘর্মাক্ত ও অস্বস্তিকর গরম পরিস্থিতি থাকার সম্ভাবনার সতর্কবার্তা জারি হয়েছে। একটু বেলা বাড়লে রাস্তাঘাট শুনশান হয়ে পড়ছে। ব্যবসায়ীদের মাথায় হাত। খুব প্রয়োজন ছাড়া কেউ বাড়ির বাইরে বেরোতে চাইছেন না। আদ্রতা জনিত অস্বস্তিতে নাজেহাল বীরভূমের মানুষ। উল্লেখ্য, বীরভূমের অন্যতম গুরুত্বপূর্ণ এলাকা ইলামবাজার। বেলা বাড়তেই সেখানেও মানুষজনের ভিড় কম। বাজারে লোকজন না আসার কারণে ব্যবসায়ীরা মনমরা। পথচলতি মানুষজন শুধুমাত্র ভিড় করছেন ডাব, ছাতু ও শরবতের দোকানে। ইলামবাজারের ছোটো ব্যবসায়ী থেকে সাধারণ মানুষজন এই অস্বস্তিকর উদ্বিগ্ন। অত্যধিক গুমোট গরমে ফল, সব্জি, মাছ গরমে পঁচে যাওয়ায় বেশিরভাগ জিনিষই নষ্ট হয়ে যাচ্ছে। ফলে ক্ষতির মুখে পড়ছেন সাধারণ ছোট ব্যবসায়ীরা। বেশ ক’জন ব্যবসায়ী সে কথায় জানিয়েছেন। এই অস্বস্তিকর গরমের হাত থেকে স্বস্তি পেতে বৃষ্টিপাতের অপেক্ষায় দিন গুনছেন সাধারণ মানুষজন।