বীরভূমের লাভপুরে বীরভূম সংস্কৃতি বাহিনীর “ছবিগ্রাম” নির্মাণে নয়া উদ্যোগ

শম্ভুনাথ সেনঃ

বীরভূমের লাভপুর ব্লকের কালিকাপুরডাঙ্গা একটি আদিবাসী প্রধান গ্রাম। “বীরভূম সংস্কৃতি বাহিনীর উদ্যোগে ১৩ বিঘা জায়গা জুড়ে এখানেই স্থাপিত হয়েছে “গুরুকুল নাট্য আশ্রম”। চাষবাসের সঙ্গে চলে বছরভর নাটক ও সংস্কৃতি চর্চা। ভারতের বিভিন্ন প্রান্তের নাট্য দল ও নাট্যব্যক্তিত্ব আসেন এই গুরুকূল নাট্য আশ্রমে। তারা নাটক নির্মাণ করেন, তাদের অভিনয়ে প্রদর্শিত হয় নাটক। উল্লেখ্য, এই আশ্রমকে ঘিরেই পোলো কালার্সের সহায়তায় এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। আশ্রম ও আশ্রম সংলগ্ন আদিবাসী বাড়ি গুলির দেওয়াল ভরে উঠবে নানান ছবিতে। ক্রমশ এই গ্রামটি হয়ে উঠবে “ছবি গ্রাম”। গতকাল ৮ জুন সেই উদ্যোগের সূচনা হয়েছে। প্রায় শতাধিক ছাত্রছাত্রী ও শিল্পীদের সম্মিলিত প্রয়াসে আজ ৯ জুন, রবিবার সারাদিন ধরে দেওয়ালে দেওয়ালে আঁকা হচ্ছে রংবেরঙের নানান ছবি। এদিন সন্ধ্যায় এই উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধনে উপস্থিত থাকছেন ভারতের প্রবীণতম নাট্যব্যক্তিত্ব তথা বলিউড অভিনেতা রাজীব ভার্মা। এ কথা জানিয়েছেন আশ্রমের কর্ণধার শিক্ষক উজ্জ্বল মুখোপাধ্যায়। সারাদিন ধরে চলা এই কর্মশালায় ছাত্র-ছাত্রীদের মধ্যে এক আলাদা উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বীরভূম সংস্কৃতি বাহিনী কালিকাপুরডাঙা আদিবাসী পল্লীতে তাদের গুরুকুল নাট্য আশ্রম স্থাপনের পর থেকেই আদিবাসী দের মধ্যে শিক্ষা সংস্কৃতির প্রসারে এক অভিনব উদ্যোগ নেওয়া হয়েছে। চলছে আদিবাসী ছাত্র-ছাত্রীদের নিঃখরচায় লেখাপড়া, নাচ, গান, অঙ্কন, নাটক শেখানোর ব্যবস্থা। এলাকার মানুষের সুস্বাস্থ্যের জন্য চিকিৎসা পরিষেবা নিয়ে এগিয়ে এসেছে “ভারত সেবাশ্রম সঙ্ঘ”। এই গ্রামটিকে আদর্শ গ্রাম হিসেবে গড়ার লক্ষ্যে এই নয়া উদ্যোগ “ছবিগ্রাম”। গ্রাম সাজাতে উপস্থিত ভিন জেলার অন্তত ১০ জন গাইড শিল্পী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *