শম্ভুনাথ সেনঃ
২১ জুন তারিখটি আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে চিহ্নিত। এই দিনটিকে বলা হয় “বিশ্ব যোগ দিবস”। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা বা যোগব্যায়াম। উল্লেখ্য, ২০১৪ সালের ২৭ সেপ্টেম্বর রাষ্ট্রসংঘে ভাষণ দেওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে ঘোষণা করার প্রস্তাব দেন। ১৭০ টি দেশের উপস্থিত প্রতিনিধির সভায় প্রস্তাবটি ভোটাভুটি ছাড়াই গৃহীত হয়। সেই সিদ্ধান্ত অনুযায়ী ২০১৫ খ্রিস্টাব্দের ২১ জুন থেকে এই বিশ্ব যোগ দিবসটি পালিত হয়ে আসছে। সারাদেশের সাথে বীরভূমেও নানা প্রতিষ্ঠানে দশম বিশ্ব যোগ দিবস পালনের খবর এসে পৌঁছেছে। বীরভূম জেলার ময়ূরেশ্বর চক্রের উলকুণ্ডা প্রাথমিক বিদ্যালয়েও আজ যথাযথ মর্যাদায় পালিত হয় “বিশ্ব যোগা দিবস”। বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে ছিল আলাদা উৎসাহ ও উদ্দীপনা। এমনিতে এখন মর্নিং স্কুলে রোজ সকালে বিভিন্ন ছড়া ও ব্রতচারীর গানের মাধ্যমে হয় শরীর চর্চা।আজ বিশ্ব যোগ দিবসের গুরুত্ব সম্পর্কে ছাত্র-ছাত্রীদের কাছে দিনটির তাৎপর্য তুলে ধরেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকুমার গঁড়াই। সকল ছাত্র-ছাত্রীদের শরীর দেহ-মন যাতে সুস্থ- সবল ও নীরোগ থাকে ছাত্র-ছাত্রীদের কাছে সেই বার্তা দেন তিনি।
অন্যদিকে দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রম পরিচালিত সত্যানন্দ ইনস্টিটিউশনে বিশ্ব যোগ দিবস পালনের খবর পাওয়া গেছে। ইনস্টিটিউশন এর প্রিন্সিপাল দীপক কুমার পৈতণ্ডী জানিয়েছেন ২০১৬ সাল থেকে এই বিদ্যালয়ে যোগ দিবস পালিত হচ্ছে। এদিন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উৎসাহের সঙ্গে যোগ চর্চায় অংশ গ্রহন করে।