শম্ভুনাথ সেনঃ
বীরভূমের এক বর্ণময় চরিত্রের মানুষ ছিলেন কবি,নাট্যকার, সাহিত্যিক,শিল্পী, শিক্ষক অনুপম দত্ত। আজ ৩০ জুন বীরভূমের দুবরাজপুর নেপাল মজুমদার ভবনে অনুপম দত্তের স্মরণে স্মৃতি তর্পণ অনুষ্ঠিত হয়। উল্লেখ্য, গত ৩১ শে জানুয়ারী তিনি প্রয়াত হন।মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ অনুপম স্মরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ। উপস্থিত ছিলেন দুবরাজপুর পুরপ্রধান পীযূষ পাণ্ডে,চণ্ডীদাস পত্রিকার সম্পাদক ও সহ-সম্পাদক আল আফতাব ও অজিত চৌধুরী,অনুপম দত্তের শেষ জীবনের সঙ্গী মালতি বাগ্দী, উদ্যোক্তাদের অন্যতম শীতল বাউরী, শিবপ্রসাদ খাঁ,কবি অমর দে প্রমুখ। প্রথমেই অনুপম দত্তের প্রতিকৃতিতে ফুল ও মাল্যদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। অনুপম অনুরাগী অনাথবন্ধু ঘোষের উচ্চারণ ও সুর দিয়ে মঞ্চে শুরু হয় স্মৃতি তর্পণ অনুষ্ঠান। জেলার বিভিন্ন প্রান্তের কবি, সাহিত্যিক,শিল্পী কলাকুশলী,সদর সিউড়ির গ্রুপ থিয়েটারগুলির প্রতিনিধিরা সেই সঙ্গে বহু অনুপম অনুরাগী মানুষজন এদিন উপস্থিত ছিলেন। তাঁর স্মরণে মূল বক্তা ছিলেন বোলপুর কলেজের অধ্যাপক ড. রামানুজ মুখোপাধ্যায়। তিনি তার বক্তব্যে অনুপম দত্তের জীবনের লেখালেখি,বাস্তবতা, নিয়ে বিস্তৃত তথ্য তুলে ধরেন। অন্যান্য বক্তাদের স্মৃতিচারণায় উঠে আসে অনুপম দত্তের নানা জীবন কথা। উদ্যোক্তাদের অন্যতম সন্তোষ কর্মকার তাঁর রচিত সনেটের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। অনুরাগীবৃন্দের সহযোগিতায় অনুপম দত্তের স্মরণে এদিন একটি পত্রিকা “অনুপম স্মরণ” প্রকাশিত হয়।শেষে ইন্তাজ আলীর ক্যামেরায় ধরে রাখা অনুপম দত্তের চলমান তথ্যচিত্র প্রদর্শিত হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অনুপম দত্তের এক ছাত্র বিমল ওঝা।