প্রয়াত ব্রজমোহন মুখার্জীর মরদেহ নিয়ে শোক মিছিল সিউড়ীতে: মরদেহ দান রামপুরহাট হাসপাতালে

শম্ভুনাথ সেনঃ

গতকাল ৩ আগস্ট দুপুর ২:৫৫ মিনিটে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে প্রয়াত হন বীরভূমের প্রাক্তন জেলা সভাধিপতি ব্রজমোহন মুখোপাধ্যায়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। গতকালই ভোররাতে তাঁর মরদেহ নিয়ে আসা হয় জেলা সদর সিউড়িতে। শায়িত রাখা হয় একটি বেসরকারি নার্সিংহোমে। আজ ৪ আগষ্ট সকালে তাঁর মরদেহ সিপিআইএমের জেলা সদর দলীয় কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। সেখানে শেষ শ্রদ্ধা নিবেদন করেন সিপিআইএমের পলিটব্যুরোর সদস্য তথা প্রাক্তন সাংসদ ডাঃ রামচন্দ্র ডোম, সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক গৌতম ঘোষ, জেলা সম্পাদক মন্ডলীর সদস্য সঞ্জীব বর্মন, দলীয় জেলা নেতা দীপঙ্কর চক্রবর্তী, বিশিষ্ট চিকিৎসক ডাঃ অভিজিৎ চৌধুরী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ ডঃ পার্থসারথি মুখোপাধ্যায়, বীরভূম জেলা কংগ্রেস সভাপতি মিল্টন রশিদ সহ ব্রজবাবুর আত্মীয় পরিজন ও তাঁর অনুরাগী বহু মানুষজন।পরে মরদেহ নিয়ে শোকমিছিল করে তার প্রতিষ্ঠিত “ডাঃ শরদীশ রায় সেবা সদনে” নিয়ে যাওয়া হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় সিউড়ি পুরাতন ডাঙ্গালপাড়ায় ব্রজ বাবুর নিজস্ব বাসভবনে। উপস্থিত ছিলেন তাঁর স্ত্রী, দুই পুত্র, কন্যা, জামাতা ও স্বজন অনুরাগীরা। পরে শোক মিছিল করে মরদেহ নিয়ে যাওয়া হয় তারই প্রতিষ্ঠিত বীরভূম ইঞ্জিনিয়ারিং কলেজে। সেখান থেকে নিয়ে যাওয়া হয় গ্রামের বাড়ি মল্লারপুরে। সেখানে গ্রামের আত্মীয় পরিজন ও পার্টির দলীয় নেতৃত্বরা শ্রদ্ধা নিবেদন করেন। উল্লেখ্য, তিনি আগেই মরণোত্তর দেহ দানের অঙ্গীকার করেছিলেন। তাই‌ শেষ পর্যন্ত তাঁর মরদেহ রামপুরহাট গভঃ মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হয়।

ছবি: মোহম্মদ আমিন নাশীদ, সিউড়ি, বীরভূম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *