
শম্ভুনাথ সেনঃ
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ব্যবস্থার মানোন্নয়ন সহ পঞ্চায়েত এলাকার মানুষের কাছে দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে “স্মার্ট পঞ্চায়েত উদ্যোগ” বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। আজ ১৩ আগষ্ট বীরভূমের সিউড়ী রবীন্দ্র সদনে সকাল ১০ টা থেকে “স্মার্ট পঞ্চায়েত” বিষয়ক এই গুরুত্বপূর্ণ কর্মশালায় উপস্থিত ছিলেন রাজ্য পঞ্চায়েত দপ্তরের যুগ্ম সচিব শমীক দাস, বীরভূম জেলা সমাহর্তা বিধান রায়, জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল সেখ, অতিরিক্ত জেলাশাসক (জেলা পরিষদ) কৌশিক সিনহা, প্রজেক্ট ডিরেক্টর আজমল হোসেন সহ জেলা পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা। মাঙ্গলিক প্রদীপ প্রজ্জ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়।

সংশ্লিষ্ট আধিকারিকরা এই কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন। উল্লেখ্য, ত্রিস্তর পঞ্চায়েত ব্যবস্থায় আধুনিকীকরণ এবং প্রযুক্তি-ভিত্তিক উন্নয়নের ক্ষেত্রে এই কর্মশালা একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে উদ্যোক্তাদের পক্ষে জানানো হয়। পঞ্চায়েত পরিচালনার ক্ষেত্রে ডিজিটাল প্রযুক্তির ভূমিকা নিয়ে এদিন বিশদ বক্তব্য তুলে ধরেন বক্তারা।

এদিন বীরভূমের ১৬৭ টি গ্রাম পঞ্চায়েত প্রধান ও সচিব ১৯ টি পঞ্চায়েত সমিতির সভাপতি, জেলা পরিষদের সংশ্লিষ্ট আধিকারিক কর্মাধ্যক্ষ সেই সঙ্গে সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং পঞ্চায়েত বিভাগের আধিকারিকরা এই কর্মশালায় যোগ দেন। অনুষ্ঠানটির সঞ্চালনার দায়িত্বে ছিলেন রাজ্যের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন বিভাগের আধিকারিক ও জেলা স্তরের পঞ্চায়েত দপ্তরের আধিকারিকরা।
