
দীপক কুমার দাসঃ
শুক্রবার সকালে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশিত হয়। আর মেধা তালিকায় প্রথম দশে স্হান করে নিয়েছে সদাইপুর থানার বিকেটিপিপি প্রবীর সেনগুপ্ত হাইস্কুলের তিন জন পড়ুয়া। মেধা তালিকায় এবার স্থান করে নিয়েছে ১১৪ জন ছাত্র ছাত্রী। ৬৮৬ নম্বর পেয়ে অষ্টম স্থান অধিকার করেছে ২২জন পরীক্ষার্থী। তার মধ্যে বীরভূম জেলার বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রবীর সেনগুপ্ত হাইস্কুলের ছাত্র সৌমাল্য নিয়োগী স্থান করে নিয়েছে। এছাড়া এই স্কুলের আরেক ছাত্র অনীক বাগ্দী ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থান অধিকার করেছে। উল্লেখ্য এবার মেধা তালিকায় নবম স্থান অধিকার করেছে ১৫জন। আর দশম স্থান অর্জন করেছে ৪০জন। তার মধ্যে প্রবীর সেনগুপ্ত হাইস্কুলের ছাত্র সঞ্চয়ণ ব্যানার্জী মেধা তালিকায় স্থান পেয়েছে। তার প্রাপ্ত নম্বর ৬৮৪। তিন ছাত্রের এমন সাফল্যে উচ্ছ্বসিত তাদের অভিভাবক থেকে স্কুলের শিক্ষক শিক্ষিকারা। অষ্টম স্থান অধিকার করা সৌমাল্য নিয়োগীর বাবা শান্তনু নিয়োগী বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রে কর্মরত। বর্তমানে তারা বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের টাউনশিপের বাসিন্দা। নবম স্থান পাওয়া অনীক বাগ্দীর বাড়ি সিউড়ির বড়বাগানে। বাবা কৌশিক বাগ্দী প্রাইমারি স্কুলের শিক্ষক। দশম স্থান পাওয়া সঞ্চয়ন ব্যানাজীর মা সোনালী ব্যানার্জী ডব্লু ডি ও পদে কর্মরত। কৃতি তিন ছাত্রকে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়। তিন ছাত্রের হাতে পুস্পস্তবক ও মিষ্টি তুলে দেন বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জেনারেল ম্যানেজার অলোক কুমার মাইতি। বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে ও সদাইপুর থানার পক্ষ থেকে তিন ছাত্রকে সংবর্ধনা ঞ্জাপন করা হয়।